ভিডিও রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৫ বিকাল

ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ভোলার বোরহানউদ্দিনে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বড় মানিকা বাজার সংলগ্ন ইধারা মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ। ওই নারীর নাম আজমেরী আমরিন। তিনি লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরসখিনা গ্রামের রেজাউল করিমের স্ত্রী। এবং দৈনিক আমার দেশ প্রত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি আজিম মাওলানার মেয়ে। এছাড়াও তাৎক্ষনিকভাবে বাকী দুই নিহতের পরিচয় শনাক্ত করা যায় নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিটি চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্য যাচ্ছিলেন। পরে সিএনজিটি ঘটনাস্থলে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমরে মুচরে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে আহদের মধ্যে আজমেরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন

এদিকে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ারসার্ভিস পৌঁছে উদ্ধার কাজ করছে। তারা ঘটনাস্থলে নিহত দু'টি লাশ ও আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন। তবে তাৎক্ষনিকভাবে বাকী নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায় নি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ঘটনার পর স্থানীয় মানুষকে সড়কে বিক্ষোভ করতে দেখা গেছে। তারা সিএনজির বেপরোয়া গতিকে দায় করে অবিলম্বে দ্রুত গতির এই যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহত ও আহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হলুদ চাষে ভাগ্য ফিরেছে রংপুরের তারাগঞ্জের কৃষকদের

নওগাঁর পোরশায় খেঁজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

তারেকের আমজনতার দলে বড় পদ পাচ্ছেন হিরো আলম!

পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছি না: সামান্তা

হবিগঞ্জে হাঁস চুরি নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ২৫