অবস্থান কর্মসূচি স্থগিত, সর্বাত্মক অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে চলমান অবস্থান কর্মসূচি আজকের মতো স্থগিত করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। তিনি বলেন, ন্যায়বিচারের প্রশ্নে কোনো ধরনের আপোস হবে না। হুমকি দিয়ে আন্দোলন থামানো যাবে না। শাহাদতের আকাঙ্ক্ষা নিয়েই এই লড়াই চলবে।
তিনি আরও জানান, রোববার দুপুর ২টা থেকে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
আরও পড়ুনঅবস্থান কর্মসূচি শেষে ছাত্র-জনতা শহীদ ওসমান হাদির সমাধিতে দোয়া করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।
এর আগে, দ্বিতীয় দিনের কর্মসূচিতে শাহবাগ মোড় জনসমুদ্রে পরিণত হয়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিপ্লবী গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন স্লোগানে শাহবাগ মুখরিত করে তোলে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1766863202.jpg)

