ভিডিও শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৬ রাত

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ ইটভাটায় ১৮ লাখ জরিমানা আদায়

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ ইটভাটায় ১৮ লাখ জরিমানা আদায়

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে পরিচালিত ও পরিবেশ বিধি লঙ্ঘনকারী ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ৯টি ইটভাটাকে মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভূঁইয়াগাঁতী, মোজাফফরপুর, বাঁসাইল নিমগাছি ও নিজুড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

জরিমানাকৃত ইটভাটাগুলোর মধ্যে শ্যামনাই এলাকার মেসার্স মুন্নি ব্রিকসকে ১ লাখ টাকা, বাসাইল এলাকার মেসার্স বাবলু ব্রিকসকে ১ লাখ ৬০ হাজার টাকা, মোজাফফরপুর এলাকার মেসার্স স্টার ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স নবাব ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রাজাপুর এলাকার মেসার্স শিমু অরিন ব্রিকস ও কোদলাদিঘর এলাকার মেসার্স হিরো ব্রিকসকে ৩ লাখ টাকা করে, সারটিয়া এলাকার মেসার্স এইচএস ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, নিজুড়ী এলাকার মেসার্স আর কে বি ব্রিকসকে ৩ লাখ টাকা এবং সেনগাতী এলাকার মেসার্স তালুকদার হাইচয়েজ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম। অভিযানে সংশ্লিষ্ট থানার পুলিশের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৮(২) ধারার মোতাবেক এবং পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এসব জরিমানা আরোপ করা হয়েছে।

তবে পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ ইটভাটায় ১৮ লাখ জরিমানা আদায়

রংপুরের কাউনিয়ায় বাসচাপায় অটোচালক নিহত, মহাসড়ক অবরোধ 

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন একজনের জরিমানা

জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরি, স্বর্ণসহ ১০ লাখ টাকার মালামাল লুট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী : এটিএম আজাহারুল ইসলাম