ভিডিও সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৬ রাত

বগুড়ার দুপচাঁচিয়ায় মোবাইল ফোনে বিয়ের চারমাস পর নববধূর আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় মোবাইল ফোনে বিয়ের চারমাস পর নববধূর আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা গোবিন্দপুর ইউনিয়নে আশুঞ্জা বানিয়াদিঘী গ্রামে গতকাল রোববার বিকেলে বিয়ের চার মাস পর সাথী আক্তার (১৯) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আশুঞ্জা বানিয়াদিঘী গ্রামের আব্দুর রহিমের ছেলে প্রবাসী তারেক হোসেনের (২৫) সাথে পাশ্ববর্তী আদমদীঘি উপজেলার দেলুঞ্জা গ্রামের মৃত আতাউর রহমানের মেয়ে সাথী আক্তারের মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয় সূত্র ধরে প্রায় চার মাস আগে উভয় পরিবাবের সম্মতিতেই প্রবাসী তারেক হোসেনের সাথে মোবাইল ফোনে তার বিয়ে হয়।

বিয়ের পর থেকে সাথী আক্তার (১৯) তার প্রবাসী স্বামীর গ্রামের বাড়িতে বসবাস করে আসছিলেন। সাথী আক্তারের সাথে তার প্রবাসী স্বামী প্রতিদিনই মোবাইলে কথাবার্তা হয়। গত  ১০ দিন আগে প্রবাসী স্বামীর সাথে মোবাইলে সাথী আক্তারের তর্ক-বিতর্ক হয়। প্রবাসী স্বামী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি সাথী আক্তার তার পরিবারকে জানায়।

আরও পড়ুন

শ্বশুর বাড়ির লোকজনও বিষয়টি জেনে যায়। এতে সাথী আক্তারে ওপর মানসিক চাপ বাড়তে থাকে। এর জের ধরে গতকাল রোববার বিকেলে সাথী আক্তার সবার অজান্তে শয়ন কক্ষে তীরের সাথে ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন সাথী আক্তারের ঝুলন্ত দেখতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে এস ওড়না কেটে তাকে মাটিতে নামান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, এ সংক্রান্তে সাথী আক্তারের ফুফু বাদি হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে প্রবাসী স্বামী তারেক হোসেন, তার বাবা-মাসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় মোবাইল ফোনে বিয়ের চারমাস পর নববধূর আত্মহত্যা

নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

জুলাই অভ্যুত্থানের নামে ‘মব’ সমর্থন করে না এনসিপি : নাহিদ

শীত বাড়ায় বগুড়ার শেরপুরে পুরাতন কাপড়ের দোকানে ভিড়

বেনজীরের জব্দকৃত সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী বদল দাবিতে টঙ্গীতে মশাল মিছিল!