গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী বদল দাবিতে টঙ্গীতে মশাল মিছিল!
গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী বদল দাবিতে আজ সোমবার রাতে (২২ ডিসেম্বর) টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিলে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলকারীরা বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বাতিল দাবি করে নানা শ্লোগান দিয়ে টঙ্গীর বিএনপি নেতা ও শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন সরকারকে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার দাবি জানায় মিছিলকারীরা। মশাল মিছিলটি টঙ্গী কলেজগেট হয়ে চেরাগআলী এসে শেষ হয়।
সম্প্রতি সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এবং আসন বন্টনের সময় নির্বাচন কমিশন গাজীপুর-২ আসন থেকে আংশিক কেটে টঙ্গী গাছা পূবাইল থানার আংশিক নিয়ে গঠন করে গাজীপুর-৬ নয়া সংসদীয় আসন। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আপিল আদালত বাতিল ঘোষণা করে গাজীপুর-৬ নয়া সংসদীয় আসন।
গাজীপুর-২ আসনে আগেই বিএনপির প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ায় বাতিল হওয়ূা গাজীপুর-৬ আসনের বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থীরা পড়েন বিপাকে। বাতিল হওয়া গাজীপুর-৬ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীরা আর গাজীপুর-২ আসনে প্রার্থী হতে না পারায় মনোনীত প্রার্থী বদলে রাজপথের আন্দোলনে নামেন।
আরও পড়ুনবেশ কিছু দিন ধরে গাজীপুর-২ আসনের বিএনপি ঘোষিত প্রার্থীর বাতিল চেয়ে টঙ্গীতে সভা-সমাবেশ অব্যাহত রেখেছেন টঙ্গীর সম্ভাব্য কয়েক এমপি প্রার্থী। তারা গাজীপুর-২ আসনে কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি সালাহউদ্দিন সরকারকে প্রার্থী করার দাবি তুলেছেন। অপরদিকে কেন্দ্রীয় বিএনপি গাজীপুর-২ আসনে সাবেক এমপি মন্ত্রী মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনিকে বিএনপির মনোনীত এমপি প্রার্থী হিসাবে ঘোষণা করেছে!
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1766414841.jpg)



_medium_1766416304.jpg)