ভিডিও সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৬ রাত

বগুড়ার মালগ্রামে রেজিস্ট্রিকৃত জমি দখল চেষ্টার অভিযোগ

বগুড়ার মালগ্রামে রেজিস্ট্রিকৃত জমি দখল চেষ্টার অভিযোগ। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের মালগ্রামে কবলা দলিলমূলে জমি কিনে তা ভোগদখল করাবস্থায় আদালতের আদেশ অমান্য করে পুনঃরায় তা দখলচেষ্টার অভিযোগ উঠেছে। বগুড়া সদরের মালগ্রাম মৌজায় অবস্থিত ৯ শতাংশ জমি মালগ্রাম মধ্যপাড়ার আব্দুর রহমানের ছেলে বাবেল হোসেন দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ওই জমির দখলকারী ওই এলাকার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ডা. খাদিজা আমিন।

বগুড়া সদর থানায় দায়ের করা লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বগুড়া সদরের মালগ্রাম মৌজার ১২ জেএল, ৪০০, ৪৫১ নং সিএস খতিয়ানভুক্ত সাবেক দাগ ১৯২৬ ও হাল ৩৪৮৬ দাগে ১৮ শতাংশ জমি কিনে ও খাজনা-খারিজের পর ভোগদখল করে আসছিলেন ডা. খাদিজা আমিন। এরমধ্যে ৯ শতাংশ জমি রাস্তার জন্য অধিগ্রহণ করা হলে ৯ শতাংশ জমি তিনি ভোগদখল করাকালে উল্লেখিত বিবাদিরা জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।

এমতাবস্থায় উক্ত জমি রক্ষার্থে বগুড়ার ১ম জেলা জজ আদালতে মামলা দায়ের করা হয়। উক্ত মামলার প্রেক্ষিতে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর আদালত পক্ষগণকে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। উক্ত আদেশ অমান্য করে গত ২২ নভেম্বর ওই জমির প্রাচির ভেঙে প্রতিপক্ষরা জোরপূর্বক দখলের চেষ্টা করলে থানায় অভিযোগ দেওয়া হয়।

আরও পড়ুন

সে সময় পুলিশ এসে তাদেরকে আদালত কর্তৃক স্থিতিবস্থার আদেশ দেখিয়ে তাদেরকে জমি থেকে সরিয়ে দেন। এরপর গতকাল রোববার থেকে তারা উক্ত স্থিতিবস্থা জমিতে নির্মাণ কাজ শুরু করলে পুনঃরায় বিষয়টি প্রশাসনকে অবহিত করলে আজ সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ প্রশাসন তাদেরকে উক্ত জমিতে নির্মাণ কাজ বন্ধ করে দিলে তারা জমি থেকে চলে যায়।

এ অবস্থায় উক্ত জমি বার বার জোরপূর্বক দখলের চেষ্টায় এলাকায় আইনশৃঙ্খলার অবনতিসহ যে কোন বড় ধরণের সহিংস ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন জমির মালিক ডা. খাদিজা আমিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় নিজ বাড়িতে যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

বগুড়ার মালগ্রামে রেজিস্ট্রিকৃত জমি দখল চেষ্টার অভিযোগ

বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বগুড়ার নন্দীগ্রামে দুই যুবলীগ নেতা গ্রেফতার

বিপিএল শুরুর দিনেই ‘সংক্ষিপ্ত আকারে’ হবে উদ্বোধনী অনুষ্ঠান

দুগ্ধপণ্য আমদানিতে চীনের নতুন শুল্ক