ভিডিও সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৬ রাত

কক্সবাজার-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সালাহউদ্দিন আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

গতকাল রোববার (২২ ডিসেম্বর) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ার’র কাছ থেকে সালাহউদ্দিন আহমেদের পক্ষে প্রেসসচিব ছফওয়ানুল করিম মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করে ছফওয়ানুল করিম টিটিএন-কে বলেন, জনাব সালাহউদ্দিন আহমেদ এর নির্দেশনা অনুযায়ী আমি নিজে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এখন এডভোকেটের মাধ্যমে সেটি পূরণ করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৮ অথবা ২৯ ডিসেম্বর জনাব সালাহউদ্দিন আহমেদ নিজে স্ব-শরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিবেন।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ার টিটিএন-কে বলেন, গতকাল বিকেল ৪ টা ৩০ এর দিকে জনাব উনার (সালাহউদ্দিন আহমেদ) পক্ষে আমার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন

জানা গেছে, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। একটানা তিনবার কক্সবাজার-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেন। সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেন। অষ্টম সংসদ নির্বাচনের পর চারদলীয় জোট দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে সরকার গঠন করলে সালাহউদ্দিন আহমেদ ২০০১ সালের ১০ অক্টোবর মন্ত্রিপরিষদে যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সালাহউদ্দিন আহমেদ

লালমনিরহাট সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত

চুলের জন্য উপকারী জিঙ্কসমৃদ্ধ যেসব খাবার

সোনারগাঁয়ে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক দোকান ও গোডাউন পুড়ে ছাই

আকিবকে আহ্বায়ক ও সাকিবকে সদস্য সচিব করে বগুড়া সদর ছাত্রদলের কমিটি গঠন

কিশোরগঞ্জে মুজিবুল হক চুন্নুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ