আকিবকে আহ্বায়ক ও সাকিবকে সদস্য সচিব করে বগুড়া সদর ছাত্রদলের কমিটি গঠন
জুলাই যোদ্ধাদের নিয়ে বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রেদওয়ানুল ইসলাম আকিব আহ্বায়ক, কাওসার হাবীব সাকিব সদস্য সচিব এবং এমদাদুল হোসাইনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
১০১ সদস্যবিশিষ্ট কমিটিতে এমএ কাশেম, জাকির হোসেন, সাইদুর রহমান, মিল্লাত হোসেন, তানজিমুর রহমান, হাসুরে জনি, রনি মিয়া, নুরুল আমিন, সাদিদ আহমেদ, মুন ইসলাম, রাজ বাবু, জেমি আকতার, আব্দুল লতিফ, আল আমিনসহ ৯১ জন যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। সদর উপজেলা শাখার আহ্বায়ক জুলাইযোদ্ধা রেদওয়ানুল ইসলাম আকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।
আরও পড়ুনএর আগে গত শনিবার নবগঠিত কমিটি অনুমোদন দেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সুপারিশ করেন জেলা শাখার সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
মন্তব্য করুন


_medium_1766412278.jpg)
_medium_1766412019.jpg)

_medium_1766410891.jpg)

