ভিডিও সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৯ দুপুর

ক্যারিবীয়দের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড সিরিজ জয়

ক্যারিবীয়দের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড সিরিজ জয়, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: লক্ষ্যটা ছিল বিশাল। জিততে হলে ৪৬২ রান তাড়ায় বিশ্ব রেকর্ড গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজকে। মাউন্ট মঙ্গানুই টেস্টের শেষ দিনের প্রথম সেশনেই ৫ উইকেট হারানো ক্যারিবীয়দের পক্ষে যেটা ছিল অসম্ভব। হলোও তাই। ১১ রানের মধ্যে ৫ উইকেট হারানো উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে থামলো ১৩৮ রানে। তাতেই রেকর্ড ৩২৩ রানে বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড।

আর এই জয় টেস্টে রানের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়। আগের রেকর্ড ২৪০, ২০১৭ সালে হ্যামিল্টনে। তিন ম্যাচের সিরিজটা ২-০ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। এ নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ পাঁচটি টেস্ট সিরিজই জিতল কিউইরা। ওয়েস্ট ইন্ডিজের কাছে দলটি সর্বশেষ হেরেছে ২০১২ সালে।

রান তাড়ায় নেমে দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ব্রেন্ডন কিং ১৬ ওভারে ৪৩ রান তুলে দিন শেষ করেন। এই জুটি ভাঙে ৮৭ রানে। ৯৬ বলে ৬৭ রান করা কিংকে বিদায় করেন ডাফি। এরপর ক্যাম্পবেলকে ফেরান এজাজ। এরপর রীতিমতো ধ্বংসস্তূপ ওয়েস্ট ইন্ডিজ। বিনা উইকেটে ৮৭ থেকে ১০ ওভারের মধ্যে ৯৮/৫! এরপর দ্বিতীয় সেশনের সেই মন্থর ব্যাটিং। তবে শেষ রক্ষা হয়নি।

দ্বিতীয় সেশনে দুটি উইকেট ম্যাচের সমাপ্তি টানেন ডাফি। তাতে সিরিজে তৃতীয়বার ৫ উইকেট পেয়ে যান ৩১ বছর বয়সী পেসার। ম্যাচে ৯ উইকেট নেন ডাফি। ৩ টেস্টে ২৩ উইকেট নেওয়া ডাফিই হয়েছেন সিরিজসেরা। নিউজিল্যান্ডের হয়ে এক টেস্ট সিরিজে এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন মাত্র দুজন—রিচার্ড হ্যাডলি (৩৩) ও ব্রুস টেলর (২৭)।

আরও পড়ুন

২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতা নিউজিল্যান্ড এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ৩-১ ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতেছিল ৩-০ ব্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ৫৭৫/৮ ডিক্লেয়ার্ড ও ৩০৬/২ ডিক্লেয়ার্ড।
ওয়েস্ট ইন্ডিজ: ৪২০ ও ৮০.৩ ওভারে ১৩৮ (কিং ৬৭, ক্যাম্পবেল ১৬; ডাফি ৫/৪২, প্যাটেল ৩/২৩)।
ফল: নিউজিল্যান্ড ৩২৩ রানে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেভন কনওয়ে
ম্যান অব দ্য সিরিজ: জ্যাকব ডাফি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যারিবীয়দের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড সিরিজ জয়

বাংলাদেশি সন্দেহে ১৯ জনকে পুশইন করল ভারত

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক

পাবনার ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রূপপুর প্রকল্পের দুই শ্রমিক নিহত

ঠাকুরগাঁওয়ে ডাকাতির ঘটনায় ৪ জন গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩ মানব পাচারকারী গ্রেফতার