রেকর্ড ছুঁয়ে রোনালদোকে উৎসর্গ এমবাপের
স্পোর্টস ডেস্ক : জন্মদিনে মাঠে নামলেন, গোল করলেন, দলকে জেতালেন এবং ছুঁলেন নিজের আইডলের রেকর্ড! সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে রিয়াল মাদ্রিদকে জিতিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার কাছে নিলেন ফরাসি ফরোয়ার্ড। আর এক পঞ্জিকা বর্ষে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ভাগ বসালেন।
এদিন পেনাল্টি থেকে লিগের চলতি আসরে ১৮তম গোল করেন এমবাপে। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে জাল কাঁপিয়ে উদযাপনে যেন রোনালদোকে ফেরাতে চাইলেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। ২০১৩ সালে এক পঞ্জিকা বর্ষে মাদ্রিদ ক্লাবের হয়ে সর্বোচ্চ ৫৯ গোল করেছিলেন পর্তুগিজ উইঙ্গার। সেভিয়ার বিপক্ষে জালে বল জড়িয়ে সেই রেকর্ড ছুঁলেন এমবাপে।
এই মুহূর্তটাকে এমবাপে স্মরণীয় করে রাখেন তার আইডলের ‘সিইইউ’ উদযাপনে। ম্যাচ শেষে রোনালদোকে স্মরণ করলেন তিনি, ‘এটা বিশেষ দিন। আমার জন্মদিন আজ, ছোটবেলা থেকে আমি বলেছি, আমার জন্মদিনে একটা পেশাদার ম্যাচ খেলার স্বপ্ন, আর সেটা আমার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে। আমরা জিতলাম, এটা খুব গুরুত্বপূর্ণ, গোলটাও। আর রেকর্ড অবিশ্বাস্য।’ এমবাপে তার আইডলকে নিয়ে আরও বললেন, আমার আইডল, রিয়াল মাদ্রিদ ইতিহাসের সেরা খেলোয়াড়ের মতো এটা করতে পেরেছি। আমার উদযাপনের সময় আমি তাকে চোখ টিপে ইশারা করেছিলাম, সে আমার প্রতি সবসময় আন্তরিক। রিয়াল মাদ্রিদে কীভাবে খাপ খাওয়াতে হবে, সেই ব্যাপারে আমাকে বলেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে গোল করতে পেরে আমি খুব খুশি।’ উদযাপন নিয়ে তিনি বললেন, ‘এটা ছিল তার জন্য। আমি সাধারণত নিজের মতো করে উদযাপন করি। কিন্তু আজ এটা তার সঙ্গে ভাগ করতে চেয়েছিলাম। আমার শৈশবে তিনি আইডল ছিলেন। তার সঙ্গে খুব ভালো সম্পর্ক এবং সে এখন আমার বন্ধু।’
আরও পড়ুনসাবেক পিএসজি তারকা ২০২৪ সালের সামারে মাদ্রিদে যোগ দেন। এই মৌসুমে ক্লাবের হয়ে ২৯ গোল করেছেন। তাতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কোনো ক্লাবের হয়ে এই মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় বায়ার্ন মিউনিখের হ্যারি কেনের পাশে তিনি। এমবাপের অর্জন নিয়ে জাবি আলোনসো বললেন, ‘আমি তাকে অভিনন্দন জানিয়েছি। ২০২৬ সাল ভালোভাবে শুরু করতে আমি তাকে উৎসাহ দিয়েছি।’
মন্তব্য করুন



_medium_1766243238.jpg)
_medium_1766241323.jpg)
_medium_1766239592.jpg)



