ভিডিও রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৯ রাত

তরুণ প্রজন্মের জন্য ইন্টারনেট সেবা আরও ইজি করে আনতে চাই : তারেক রহমান

তরুণ প্রজন্মের জন্য ইন্টারনেট সেবা আরও ইজি করে আনতে চাই : তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সমর্থনে নির্বাচিত হয়ে সরকার গঠনে সক্ষম হলে ইন্টারনেট সেবা আরও ইজি করে আনতে চাই তরুণ প্রজন্মের জন্য।

এ যুগের অন্যতম আবিষ্কার ইন্টারনেট, একটি পপুলার মাধ্যম হচ্ছে আইটি। স্বাভাবিকভাবে এই ইন্টারনেটের সাথে আমাদের তরুণ প্রজন্মের এখন নিবিড় সম্পর্ক রয়েছে। কিন্তু এই ইন্টারনেট ব্যবহার ব্যয়বহুল, যা সবার জন্য এফোর্ট করা সম্ভব হয়ে উঠে না। আবার একইভাবে ইন্টারনেটের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের বহু সদস্য আছে যারা বাংলাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থেকে র্কসংস্থানের ব্যবস্থা করেছেন।

ইন্টারনেটের সাথে নারী-পুরুষ সকলেই সংযুক্ত, তবে তরুণ সদস্যর মাঝে ব্যবহার বেশি। বহু সদস্য পড়ালেখার জন্য ইন্টারনেটকে ব্যবহার করে থাকেন। তিনি গতকাল রোববার বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জুলাই ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেনে সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র এড. মাহবুবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি’র প্রযুক্তিবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, সাবেক এমপি গোলাম মো: সিরাজ, জয়নাল আবেদীন চাঁন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুর ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সবাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ প্রমুখ।

জুলাই ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তারেক রহমান আরও বলেন, জুলাই আন্দোলনে আমরা যে সকল ভাইদের হারিয়েছি, যারা শহিদ হয়েছেন তারা এ প্রজন্মের সদস্য ছিলেন। আমরা তাদেরকে ভুলবো না। তিনি বলেন, বগুড়া শহরের ২০টি জায়গাতে আমরা ডিজিটার স্তম্ভ তৈরি করেছি। এই ডিজিটার স্তম্ভ দিয়ে ইন্টানেটের সুবিধাটা যাদের জন্য ব্যয়বহুল ও কষ্টকর তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করতে চাইছি।

আরও পড়ুন

আমাদের আগামী দিনের যে লক্ষ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সমর্থনে নির্বাচিত হয়ে সরকার গঠনে সক্ষম হলে আমরা ইন্টারনেট সেবাটাকে আরও ইজি করে আনতে চাই তরুণ প্রজন্মের জন্য। আজিজুল হক কলেজে যে কানেকশন দেওয়া হয়েছে এটি ফ্রি-কানেকশন। এটিতে লগইন করার জন্য কয়েকটি অপশন থাকবে সেগুলো পূরণ করে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।

যেকোন সদস্য এক থেকে দেড়ঘন্টা ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবে। তার পর ডিসকানেক্ট হয়ে যাবে। আবারও নতুন করে লইগন করে ব্যবহার করতে পারবে তার জন্য কোন টাকা দিতে হবে না। বিএনপি সরকারে গেলে এই সুবিধা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে কাজ করা হবে। তারেক রহমান বলেন, আমরা সরকার গঠন করতে পারলে ৩১ দফা আছে যেটি আমরা আড়াই বছর আগে জনগণের সামনে উপস্থাপন করেছিলাম।

তার ভিতরে অনেক বিষয় আছে-সাংবিধানিক, আইনগত, মানুষের কর্মসংস্থান, মানুষের স্বাস্থ্য চিকিৎসা, নারীদের সক্ষমতা সকল কিছু আছে। ৩১ দফা সব সময় মনে রাখা সম্ভব হয় না। সেটিকে ছোট করে নিয়ে এসে কয়েকটি বিষয় উপস্থাপন করেছি। যেমন একটি পপুলার বিষয় নারীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, কৃষকদের জন্য কৃষি কার্ড গ্রামের অসহায় কৃষকদের কাছে দিতে চাই।

আগামীর প্রজন্মের জন্য ধীরে ধীরে সুন্দারভাবে গড়ে তুলতে হবে। যদি শিক্ষার্থীদের মেরুদন্ড মজবুত করে গড়ে তুলতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শক্তিশালী হবে। বিগত স্বৈরচারী সময় আমরা দেখেছি প্রত্যেকটা সেক্টর তারা ধ্বংস করে দিয়ে গেছে। দেশ তারা ধ্বংস করেছে বিএনপি সরকার আবারও গড়ে তুলবে।

মানুষের চিকিৎসা ব্যবস্থাকে গ্রামের প্রান্তিক মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায় সেটির জন্য আমরা পরিকল্পনা করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় পল্লি চিকিৎসক ছিলেন। যারা গ্রামে গ্রামে গিয়ে মানুষদের চিকিৎসা দিয়েছেন। স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে বিএনপি আবারও সেই কাজ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

তরুণ প্রজন্মের জন্য ইন্টারনেট সেবা আরও ইজি করে আনতে চাই : তারেক রহমান

সাকিব আল হাসানের পর টাইলক্সের ব্র্যান্ড এম্বাসেডর হলেন কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার

আরিশা জান্নাতকে বাঁচাতে সাহায্য প্রয়োজন

বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পেপার মিল পরিদর্শন করলেন জামায়াত নেতৃবৃন্দ 

নরেন্দ্র মোদির বায়োপিকের শুটিং শুরু