আরিশা জান্নাতকে বাঁচাতে সাহায্য প্রয়োজন
দিনাজপুর জেলা প্রতিনিধি: সাত বছর আট মাসের আরিশা জান্নাত বাঁচতে চায়। এই বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সে।
চিকিৎসকরা বলছেন, ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল বাবা আহমদ আলী ও মা শাহানাজ আকতারের জমানো টাকা ২ বছরে চিকিৎসা করে শেষ। চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মেয়েটি।
উপায়ান্তর না পেয়ে মেয়েকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়েছে বাবা-মা। হৃদয়বান ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ালেই হয়তো চিকিৎসার মাধ্যমে বেঁচে যাবে আরিশা জান্নাত। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বকুলতলা গ্রামের এই পরিবারটি এখন সাহায্যের প্রার্থনা করছে।
আরও পড়ুনসাহায্য পাঠানোর ঠিকানা: চলতি হিসাব নং ২৬৩১৫৮০২৯৮৩৫০, ডাচ বাংলা ব্যাংক, পীরগঞ্জ শাখা (ঠাকুরগাঁও)। বিকাশ নম্বর: ০১৭৩২০২২৫৯৫
মন্তব্য করুন







