ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সাগর মিয়া (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাগর মিয়ার ভাই বাবু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকার খ্রিস্টিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন সাগর মিয়া। এ সময় তিনি মুঠোফোনে কারো সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করে মুন্সেফপাড়া এলাকার ইমন, জসিমসহ তাদের সহযোগীরা সেখানে এসে সাগরের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সাগর মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুনব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, গুলিবিদ্ধ সাগর মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ ডেস্ক


_medium_1766214611.jpg)





