ভিডিও বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪০ রাত

ভারতকে জবাবদিহিতায় আনতে জুলাই ঐক্যের আল্টিমেটাম

ভারতকে জবাবদিহিতায় আনতে জুলাই ঐক্যের আল্টিমেটাম

জুলাই ঐক্যের আন্দোলনকে ‘চরমপন্থি গোষ্ঠী’র আন্দোলন হিসেবে ভারতের পরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিবাদে শুক্রবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে প্রতিবাদ মিছিল করবে জুলাই ঐক্য নামে একটি প্ল্যাটফর্ম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ভারত সরকারের বিবৃতির প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় জুলাই ঐক্য।

একইসঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে ভারতকে এ মন্তব্যের জন্য জবাবদিহিতার আওতায় না আনলে আগামী ২৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্চ এবং স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যের সংগঠক ও ডাকসুর সমাজসেবা বিষয়ক এবি জুবায়ের।  

বুধবার শেখ হাসিনাসহ জুলাই গণহত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার দাবি এবং ‘ভারতীয় প্রক্সি’ রাজনৈতিক দল, সংবাদমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করে এ প্লাটফর্মটি। 


লিখিত বক্তব্যে এবি জুবায়ের বলেন, ভারত সরকার জুলাই যোদ্ধাদের গণতান্ত্রিক আন্দোলনকে যেভাবে চরমপন্থিদের আন্দোলন বলে আখ্যায়িত করেছে, তা চরম সীমালঙ্ঘন। এ ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো জবাব চায়নি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি থেকে জবাব না চায়, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্চ করবে জুলাই ঐক্য।

আরও পড়ুন

লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৪ সালের জুলাই–আগস্টে মানবতাবিরোধী অপরাধের সময় প্রত্যাশিত কূটনৈতিক দায়িত্ববোধের মানদণ্ড লঙ্ঘন করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। একটি ব্যাপক নিধনযজ্ঞ ও হত্যাকাণ্ড চলাকালীন প্রণয় কুমার ভার্মাসহ যেসব আন্তর্জাতিক প্রতিনিধি মানবতাবিরোধী অপরাধে লিপ্ত একটি শাসনব্যবস্থাকে জনপরিসরে বৈধতা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, তাদেরও জবাবদিহিতার আওতায় আনার দাবি জানাচ্ছি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, জরুরি ভিত্তিতে ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ ৯ অনুযায়ী, প্রণয় কুমার ভার্মাকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করতে হবে। তাকে পারসোনা নন গ্রাটা ঘোষণা করা হলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিত হবে, নৈতিক মানদণ্ড সমুন্নত থাকবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজীসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে জবাবদিহিতায় আনতে জুলাই ঐক্যের আল্টিমেটাম

২০২৯ সাল থেকে সরাসরি ইউটিউবে সম্প্রচার হবে অস্কার অনুষ্ঠান

এই সময়ে উপস্থাপনায় সেরা মৌ-নীল

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে আ’লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেফতার

পদত্যাগ করলেন ডেভিড আনচেলত্তি