ভিডিও বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৭ রাত

জান্নাতারা রুমীর মৃত্যু ‘স্বাভাবিক’ মনে করছে না এনসিপি

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা জান্নাতারা রুমীর মৃত্যু ‘স্বাভাবিক’ মনে করছে না জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে মৃত রুমীর পরিবারের সঙ্গে দেখা করতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এ কথা জানান।

বুধবার রাজধানীর জিগাতলায় ব্যক্তি মালিকানাধীন একটি নারী হোস্টেল থেকে এনসিপির নেত্রী জান্নাতারা রুমীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সংসারে ভাঙন এবং আওয়ামী অ্যাক্টিভিস্টদের সাইবার বুলিং ও হুমকির কারণে তিনি সম্প্রতি বিষণ্নতায় ভুগছিলেন।

সামান্তা শারমিন বলেন, শরিফ ওসমান হাদির মস্তিষ্ক ভেদ করা বুলেট যেমন আমাদের ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলেছে। এর মধ্যে সহকর্মী রুমীর ঝুলন্ত লাশও আমাদের হতবিহ্বল করেছে। যেন দেশের সব মানুষকে, সব জুলাইযোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি। 

জুলাই ঘোষণাপত্রে জুলাইযোদ্ধাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা রাখা হয়নি উল্লেখ করে এনসিপির এই নেত্রী বলেন, নির্বাচন এমনভাবে করা হচ্ছে যেখানে প্রশাসনের নির্দিষ্ট কোনো রূপরেখা নাই। এই নির্বাচন কমিশন কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন কমিশন নয়। 

সামান্তা শারমিন বলেন, রুমীকে হুমকি দেওয়া হয়েছে, তাকে বুলিংয়ের শিকার হতে হয়েছে। তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে দলগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

‘এনসিপি ও শহীদ পরিবারের ওপর হুমকি আসছে। দিল্লি, পিন্ডি ও আমেরিকার স্বার্থরক্ষা করা হচ্ছে। তাদের আচরণ পক্ষপাতমূলক। নির্বাচন ব্যবস্থা ও সংস্কারের ওপর মনোযোগ দেওয়া উচিৎ। কোনো তথ্য যাতে গোপন করা না হয়।’

নারীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তাদের বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। 

এ সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, জুলাই আন্দোলনের পক্ষে যারা, যারা জুলাইযোদ্ধা, তাদের একের পর এক অপমৃত্যু হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জান্নাতারা রুমীর মৃত্যু ‘স্বাভাবিক’ মনে করছে না এনসিপি

মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলে সঙ্গে সঙ্গে গ্রেফতার : চাঁদপুরের ডিসি

বিদে‌শি কূটনী‌তিকদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে সরকার

জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি হলেন আনোয়ারুল

মেহজাবীনের জবাব দাখিলের তারিখ পেছাল আদালত

পঞ্চগড়ে হোমিও দোকান থেকে ভারতীয় ফুড সাপ্লিমেন্ট পণ্য জব্দ ৪০ হাজার টাকা জরিমানা