ভিডিও বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৮ বিকাল

বরিশালে পৌঁছে গেছে প্রাথমিকের শতভাগ বই

বরিশালে পৌঁছে গেছে প্রাথমিকের শতভাগ বই

বরিশাল জেলায় প্রাথমিকে বিনামূল্যে বিতরণের বই প্রায় শতভাগ পৌঁছেছে। বই উৎসবের এখনো ১৩ দিন বাকি থাকলেও প্রায় শতভাগ পৌঁছেছে বলে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল জানিয়েছেন। 

তিনি বলেন, জেলায় প্রাক প্রাথমিকে চাহিদা ছিলো ৯৩ হাজার ৫৮০ টি বই যা শতভাগ ইতোমধ্যে পৌঁছে গেছে। ১ম, ২য় ও তৃতীয় শ্রেণির (বাংলা ভার্সন) জন্য চাহিদা ছিলো ৫ লাখ ৩৮ হাজার ৭১২টি বই। যার মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৪৫২ টি বই পাওয়া গেছে। প্রাপ্তির হার ৯৯ দশমিক ৯২ শতাংশ। ৪র্থ ও ৫ম শ্রেণির (বাংলা ভার্সন) জন্য চাহিদা ছিলো ৫ লাখ ২৭ হাজার ৪৭৬টি বই। যার মধ্যে থেকে ৫ লাখ ২৫ হাজার ১২৮টি বই পাওয়া গেছে। যা চাহিদার ৯৯ দশমিক ৮৪ ভাগ।

১ম, ২য় ও ৩য় শ্রেণির (ইংরেজি ভার্সন) জন্য চাহিদা ছিলো ৪ হাজার ৮০টি এবং ৪র্থ ও ৫ম শ্রেণির (ইংরেজি ভার্সন) জন্য চাহিদা ছিলো ২ হাজার ৬০৮টি বই। যা শতভাগ ইতোমধ্যে পৌঁছে গেছে। শুধু মাত্র তৃতীয় শ্রেণির খ্রিষ্টান ধর্মের বই এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আরও পড়ুন

জেলা শিক্ষা অফিসার বলেন, সামান্য কিছু বইয়ের ঘাটতি আছে যা উল্লেখ করার মত নয়। তাও কয়েক দিনের মধ্যে পৌঁছে যাবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

বরিশালে পৌঁছে গেছে প্রাথমিকের শতভাগ বই

পঞ্চগড়ের বোদায় ২টি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন ৭ রুটে বিশেষ ট্রেন চাইল বিএনপি

বগুড়ার ধুনটে আল্লাহু আকবার ধ্বনিতে মুখর ইজতেমা ময়দান

ইন্টারনেট না থেকেও অনলাইনে ইনফ্লুয়েন্সার হওয়া সম্ভব!