বগুড়ার শিবগঞ্জে ফুলকপির বাজারে ধস উৎপাদন খরচও উঠছে না কৃষকের
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে শীত মৌসুমী সবজি ফুলকপির বাজারে ধস নেমেছে। বাজারে ফুলকপি বিক্রি করে উৎপাদন খরচও তুলতে পারছে না কৃষক। পাইকাররা বলছেন চাহিদার তুলনায় বাজারে আমদানি বেশির কারণেই ফুলকপির দাম কমে গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোকামতলা, দেউলি, সৈয়দপুর, ময়দানহাট্টা, শিবগঞ্জ সদর, রায়নগর, কিচক ইউনিয়ন ও পৌরসভায় শীতকালীন বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি ফুলকপি চাষ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মহাস্থান বাজারে প্রতি মন (৪০ কেজি) ফুলকপি বেচা কেনা হয় ২৫০ টাকা থেকে ৩শ টাকা দরে।
বাজারে আগত কৃষক ফারুক জানান, গত এক মাস আগে ফুলকপির বাজার ছিল ২ হাজার টাকা থেকে ২৮শ টাকা মন। ১৫ দিন আগে ছিল ১ হাজার টাকা থেকে ১২শ’ টাকা মন গত এক সপ্তাহ আগে বাজার দর ছিল ৭শ’ থেকে ৮শ’ টাকা মন। গত তিন ধরে ফুলকপি বেচা কেনা হচ্ছে ২৫০ থেকে ৩শ’ টাকা মন দরে।
আরও পড়ুনহঠাৎ করে বাজার দর কমে যাওয়ায় উৎপাদন খরচ মজুরি খরচ ও বাজারে আনতে পরিবহন খরচও তোলা যাচ্ছে না। এ রকম বাজার দর থাকলে কৃষক ফুলকপি বিক্রি করে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়ায় আশঙ্কা করছেন। বাজারে আগত পাইকার মাহফুজার আবদুল হামিদ জানান, গত কয়েক দিন ফুলকপি চাহিদার তুলনায় বাজারে আমদানি বেশি হয়েছে আর সেই কারণেই বাজারে ফুলকপির দাম কমে গেছে।
মন্তব্য করুন

_medium_1766064560.jpg)
_medium_1766063479.jpg)
_medium_1766062823.jpg)





