বগুড়ার শাজাহানপুরে ৪ হাজার টাকার জাল নোটসহ দুই ব্যক্তি গ্রেফতার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ১ হাজার টাকার ৪টি জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বগুড়ার গাবতলী উপজেলার জয়ভোগা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মিজানুর রহমান (৪০) এবং বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়া এলাকার বুলু মিয়ার ছেলে বিটুল (৩৫)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলদিঘী মধ্যপাড়া জমির আলীর মোড়ে অবস্থিত মোস্তাক আহমেদ এর মুদি ও ফ্লেক্সিলোড দোকানে প্রতারণাকালে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশকে সংবাদ দেয়।
আরও পড়ুনপুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দেহ তল্লাশি করে ১ হাজার টাকার ৪টি জাল নোটসহ মোট সাড়ে ৪ হাজার টাকা জব্দ করে। শাজাহানপুর থানার ওসি মুহা. তৌহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে আজ বুধবার (১৭ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন




_medium_1765984989.jpg)



