ভিডিও বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:০২ রাত

৪টি ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

৪টি ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

দৈনন্দিন যোগাযোগে বহুল ব্যবহৃত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সতর্কতা দিয়েছে। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মের অফিসিয়াল হেল্প সেন্টারের তথ্যমতে, নির্দিষ্ট কিছু নিয়ম ভঙ্গ করলে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়। বিশেষ করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করা, স্প্যাম কার্যক্রম চালানো কিংবা অ্যাপের শর্ত লঙ্ঘনের ক্ষেত্রে স্থায়ী ব্যানের আশঙ্কা থাকে।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হওয়ার চারটি প্রধান কারণ তুলে ধরা হলো—

তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার

জিবি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ প্লাসসহ বিভিন্ন তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নীতির পরিপন্থী। এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য ঝুঁকিতে পড়ে এবং ম্যালওয়্যারের আশঙ্কা বাড়ে। এ ধরনের অ্যাপ ব্যবহার শনাক্ত হলে সংশ্লিষ্ট নম্বর স্থায়ীভাবে ব্যান করা হতে পারে।

ক্ষতিকর বা আপত্তিকর কনটেন্ট শেয়ার

অপমানজনক বার্তা, হুমকি, ব্ল্যাকমেইল, ঘৃণামূলক বক্তব্য কিংবা অন্যের পরিচয়ে মেসেজ পাঠানো হোয়াটসঅ্যাপের নীতিমালার লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ একাধিকবার এলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হতে পারে।

স্প্যাম কার্যক্রম
অপরিচিত ব্যক্তিদের বারবার মেসেজ পাঠানো, একই বার্তা অতিরিক্ত ফরোয়ার্ড করা কিংবা অনুমতি ছাড়া অচেনা মানুষকে গ্রুপে যুক্ত করা হলে তা স্প্যাম হিসেবে চিহ্নিত হতে পারে। এতে একাধিক রিপোর্টের মাধ্যমে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়।

আরও পড়ুন

সতর্কবার্তা উপেক্ষা করা
হোয়াটসঅ্যাপ সাধারণত প্রথমে সাময়িক নিষেধাজ্ঞা বা সতর্কবার্তা দিয়ে থাকে। তবে এসব সতর্কতার পরও নিয়ম ভঙ্গ চলতে থাকলে কর্তৃপক্ষ স্থায়ীভাবে অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে এবং জানিয়েছে, নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমেই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪টি ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

শীতে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ডিমের পায়েস

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ

‘ভিক্ষুকের টাকা না খাইলে বড়লোক হওয়া যায় না’

আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে মেঘনা গ্রুপ