ভিডিও বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৫ দুপুর

নাশকতার মামলায় মির্জা আব্বাসসহ বিএনপি’র ৪৫ নেতাকর্মীকে অব্যাহতি

নাশকতার মামলায় মির্জা আব্বাসসহ বিএনপি’র ৪৫ নেতাকর্মীকে অব্যাহতি, ছবি: সংগৃহীত।

২০১৩ সালের পল্টন ও শাহজাহানপুর থানার পৃথক দুই নাশকতা মামলা থেকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৪৫ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। 

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। সকালে মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে এ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। পরে আদালত এই মামলার বিষয়বস্তু শুনে তাদের অব্যাহতি দেন। মির্জা আব্বাস ও আমানুল্লাহ আমানের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালে মালিবাগ মোড়ের অবৈধভাবে সমাবেশ এবং গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে এনে এ মামলা দায়ের করে পুলিশ। পরবর্তীতে এ মামলায় মির্জা আব্বাসসহ একাধিক নেতাকর্মী কারাগারে ছিলেন। এই দুই মামলায় ৪৯ জন আসামি থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই অব্যাহতি পান। 

আরও পড়ুন

এছাড়া বিএনপি নেতা মওদুদ আহমেদ এই মামলার আসামি। তিনি মৃত্যুবরণ করায় এ দুই মামলায় মোট ৪৫ জন আসামি থাকায় সবাইকে অব্যাহতি দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাশকতার মামলায় মির্জা আব্বাসসহ বিএনপি’র ৪৫ নেতাকর্মীকে অব্যাহতি

রাজধানীর লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন

রংপুর অঞ্চলের মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, ১১ মাসে নিহত ২১৩

নওগাঁর মান্দায় বাসচাপায় বগুড়া জেলা কারারক্ষী নিহত

সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক

অং সান সু চি সুস্থ আছেন : জান্তা সরকার