ভিডিও বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০২:৪৭ দুপুর

নওগাঁর মান্দায় বাসচাপায় বগুড়া জেলা কারারক্ষী নিহত

নওগাঁর মান্দায় বাসচাপায় বগুড়া জেলা কারারক্ষী নিহত, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নওগাঁর মান্দায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পালশ আলী নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন তার বাড়ি চাপাইনবাবগঞ্জে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

মান্দা থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত পলাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এসময় তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে পলাশ আলীর মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে এবং বাসের চাপায় সে ঘটনাস্থলেই নিহত হয়। 

নিহতের বিষয়টি নিশ্চিত করে মান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার সান্যাল বলেন, বাস চাপায় ঘটাস্থলেই ওই কারারক্ষী নিহত হন। কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় বাসচাপায় বগুড়া জেলা কারারক্ষী নিহত

সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক

অং সান সু চি সুস্থ আছেন : জান্তা সরকার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বাংলাদেশি হাইকমিশনারকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল