ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫২ বিকাল

বিমান বাহিনীর ফ্লাই পাস্টে রঙিন হলো কক্সবাজারের আকাশ

বিমান বাহিনীর ফ্লাই পাস্টে রঙিন হলো কক্সবাজারের আকাশ

মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। উৎসবের আবহে বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট বিজয়ের আনন্দকে আরও বর্ণিল করে তুলেছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার আকাশজুড়ে অনুষ্ঠিত হয় বিমান বাহিনীর দৃষ্টিনন্দন ফ্লাই পাস্ট।

নীল আকাশে গর্জে ওঠা যুদ্ধবিমানের এই প্রদর্শনী মুহূর্তেই দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয়। সৈকতে অবস্থানরত পর্যটক, স্থানীয় বাসিন্দা ও শিশু-কিশোররা মুগ্ধ হয়ে উপভোগ করেন এই অনন্য দৃশ্য।

ফ্লাই পাস্টে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি অত্যাধুনিক এফ-৭ বিডি (F-7 BGI) যুদ্ধবিমান অংশগ্রহণ করে। প্রায় ২০ মিনিটব্যাপী এই আকাশ প্রদর্শনীতে ফুটে ওঠে বাহিনীর উচ্চমাত্রার পেশাদারিত্ব, দক্ষতা ও যুদ্ধ প্রস্তুতির সক্ষমতা। কক্সবাজার শহরের পাশাপাশি মহেশখালীর মাতারবাড়িতেও অনুষ্ঠিত হয়েছে এই প্রদর্শনী। 

প্রদর্শনী উপভোগ করা পর্যটক মাহামুদুল হাসান বলেন, সুনিপুণ কৌশলে পরিচালিত বিমানবাহিনীর এমন আয়োজন মহান বিজয় দিবসের চেতনা ও গৌরবকে নতুন মাত্রা দিয়েছে, দেখে খুবই খুশি হয়েছি।

আরও পড়ুন

বিমান বাহিনী জানিয়েছে, বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা রক্ষায় সদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ। ফ্লাই পাস্ট কর্মসূচির মাধ্যমে শুধু সামরিক সক্ষমতার প্রদর্শনই নয়, বরং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর দৃঢ় প্রত্যয় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

বিজয়ের মাসে কক্সবাজারের আকাশে এই গর্বের উড্ডয়ন জাতির ইতিহাস, আত্মত্যাগ ও স্বাধীনতার চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। বাংলাদেশ বিমান বাহিনীর এই উদ্যোগ মহান বিজয় দিবস উদযাপনে যোগ করেছে অনন্য মাত্রা, যা দীর্ঘদিন স্মৃতিতে গেঁথে থাকবে বলে জানিয়েছে দর্শনার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ফ্লাই পাস্টে রঙিন হলো কক্সবাজারের আকাশ

বগুড়ার শেরপুরে আ’লীগের ৪ নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জে ৩২ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ

বগুড়া দুপচাঁচিয়ায় মনির হোসেন হত্যা মামলায় গ্রেফতার ২

মেসির আগমনে বিশৃঙ্খলার জেরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

১৮ কোটিতে পাথিরানাকে কিনল কেকেআর