মুন্সীগঞ্জে ৩২ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ
মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকাল ৫টায় মুন্সীগঞ্জ সদর থানাধীন চাম্পাতলা পান্না সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে ২টি জাল তৈরির কারখানা এবং ১টি গোডাউনে তল্লাশি করে প্রায় ৯০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫০ হাজার পিস সুতার রিল এবং ৫০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রী মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুনসিয়াম-উল-হক আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1765884379.jpg)

