১৮ কোটিতে পাথিরানাকে কিনল কেকেআর
আইপিএলের ১৯তম আসরের নিলামে শ্রীলঙ্কার নতুন মালিঙ্কা খ্যাত পেসার মাথিসা পাথিরানাকে ১৮ কোটি রুপি দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামে ২ কোটি রুপির ভিত্তিমূল্যে ছিলেন তিনি।
আজ মঙ্গলবার আবু ধাবির ইতিহাদ সেন্টারে শুরু হওয়া নিলামে পাথিরানাকে দলে নেওয়ার লড়াইয়ে নামে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ও দিল্লি ক্যাপিটালস। তাকে ১৫ কোটি ৪০ লাখ রুপিতে ঘরে তুলতে যাচ্ছিল লক্ষ্ণৌ। তখনো নিলামে লড়াই শুরু করে চেন্নাই সুপার কিংসের এই বোলারকে দলে ভেড়ায় কলকাতা।
এর আগে অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএল ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামী এখন তিনি।
আরও পড়ুননিলামে গ্রিনের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। তাকে দলে নেওয়ার জন্য বিড ধরেছিল রাজস্থান রয়েলস। নিলামে দর বাড়াতে থাকে চেন্নাই সুপার কিংসও। পরে রেকর্ড দামে তাকে দলে নিয়েছে শাহরুখ শাহ-জুহি চাওয়ালাদের কেকেআর।
এবারের মিনি নিলামের আগে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য ছিল অজি পেসার মিশেল স্টার্কের। বিরতি দিয়ে আইপিএলে ফেরার মৌসুমে কলকাতা তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছিল। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২৭ কোটি রুপি দাম উঠেছিল ঋষভ পান্তের। তার পরে আছেন ২৬ কোটি ৭৫ লাখ রুপির শ্রেয়াস আইয়ার।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765871297.jpg)

_medium_1765808396.jpg)

_medium_1765805380.jpg)
_medium_1765890609.jpg)

