আজ দুপুরে আবুধাবিতে শুরু হবে আইপিএলের জাঁকজমকপূর্ণ নিলাম
স্পোর্টস ডেস্কঃ শেষ হচ্ছে অপেক্ষার পালা! আজ দুপুরে আবুধাবিতে শুরু হবে আইপিএলের জাঁকজমকপূর্ণ নিলাম। গত বছর মেগা নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজি দল গুছিয়ে নিয়েছিল। তাই এবার শুধু ফাঁকা ভরাটের পালা। টুর্নামেন্টের ১০ দল মোট ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবে। বাংলাদেশের সাত জনের নাম আছে নিলামে।
৭৭টি জায়গা পূরণের জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০ ক্রিকেটারের মধ্যে ভারতীয় দলে খেলা ১৬ জন রয়েছেন। বিদেশের বিভিন্ন জাতীয় দলে খেলা ৯৬ জন ক্রিকেটার থাকছেন এ নিলামে।
এছাড়া ২২৪ জন ঘরোয়া ভারতীয় ক্রিকেটার ও ১৪ জন ঘরোয়া বিদেশি ক্রিকেটারদেরও রাখা হয়েছে নিলামের তালিকায়। এবারের নিলামে মোট আটটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ভাগ করা হয়েছে।
আরও পড়ুনসবচেয়ে উপরের ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তি মূল্য ২ কোটি রুপি। আইপিএলের ১০ দলের কাছে মোট ২৩৭ কোটি ৫৫ লাখ রুপি রয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি রুপি রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। নিলামে ৬৪ কোটি ৩০ লাখ রুপি নিয়ে মাঠে নামবে কেকেআর।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1765808396.jpg)

_medium_1765805380.jpg)





