ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ রাত

টানা ৯টি স্টেজ শো’তে ব্যস্ত লিলিন মুন

লিলিন মুন

অভি মঈনুদ্দীন ঃ লিলিন মুন, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় মিষ্টি কণ্ঠের একজন সঙ্গীতশিল্পী। বিশেষত ফোক গানে স্টেজ শো’তে অনবদ্য তিনি। নারায়ণগঞ্জের এই নন্দিত সঙ্গীতশিল্পী বাংলাদেশের শোবিজ অঙ্গনের খ্যাতনমা ফটোগ্রাফার সিথিল রহমানের সহধর্মিনী। দু’জনেরই পেশাগত কাজে রয়েছে দারুণ ব্যস্ততা। আর ব্যস্ততার মধ্যদিয়েই দু’জনে মিলে মিশে সুখের সংসারটাও করছেন।

চলতি বছরের শেষের দিকে এবং নতুন বছরের শুরুতে একের পর এক স্টেজ শো’তেই কাটবে লিলিনের। এরইমধ্যে গত ১৪ ডিসেম্বর এবং আজ প্রাণ কোম্পানীর দুটি ভিন্ন স্টেজ শোতে পারফর্ম করেছেন লিলিন। আগামী ২২ ডিসেম্বর কক্সবাজার, ২৫ ডিসেম্বর মহাখালী, ২৬ ডিসেম্বর রাওয়া ক্লাব. ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে ঢাকায় স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করবেন লিলিন।

নতুন বছরের স্টেজ শো শুরু হবে জানুয়ারির ৫ তারিখে ঢাকার ‘আইসিসিবি’তে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে। এরপর আগামী ১০ জানুয়ারি সিলেটে এবং ১৪ জানুয়ারি ঢাকা’তে স্টেজ শো’তে পারফর্ম্যান্সের মধ্যদিয়ে লিলিনের টানা স্টেজ শো’র ব্যস্ততা শেষ হবে। তবে লিলিন আশাবাদী যে এসব স্টেজ শো’তে পারফর্ম করতে করতে আগামী কয়েকদিনে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের জন্য আরো বেশ কয়েকটি স্টেজ শো’তে পারফর্ম করার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত আসবে।

আরও পড়ুন

এদিকে শামীম হাসানের কম্পোজিশনে নতুন একটি মৌলিক গান শিগগিরই প্রকাশ পাবে লিলিনের। চলতি মাসেই আরো দু’টি কাভার সং’ও করবেন লিলিন। একটি শামীম হাসানের ও অন্যটি মেহরাবের কম্পেজিশনে।

স্টেজ শো ও আনুষঙ্গিক ব্যস্ততা প্রসঙ্গে লিলিন মুন বলেন,‘ এই সময়টাতো আসলে স্টেজ শোর মৌসুম। তারপরও অন্যান্য বছর স্টেজ শোতে যে পরিমাণ ব্যস্ত সময় কাটিয়েছি, তার তুলনায় এই টানা কয়েকটি স্টেজ শোর ব্যস্ততা তেমন কিছুই না। তারপরও শুকরিয়া যে আমার হাতে এতোগুলো স্টেজ শো আছে। শুধু দোয়া চাই সবার কাছে আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। কারণ সুস্থতাই আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। আর আমি নিজের মৌলিক গানের দিকেও এখন মনোযোগ দেবার চেষ্টা করছি। যেন আমার ভালো কিছু গান থেকে যায়, যে গানই আমাকে বাঁচিয়ে রাখবে শ্রোতা দর্শকের মাঝে। বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার বিভিন্ন স্টেজ শোর আয়োজকদের এবং সিথিলকে সবসময় আমার পাশে থেকে আমাকে অনুপ্রেরণা দেবার জন্য। তার অনুপ্রেরণা, সাহসই আমাকে এতোদূর নিয়ে এসেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৯টি স্টেজ শো’তে ব্যস্ত লিলিন মুন

চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেফতার ১০৪৩

দিনাজপুরের বোচাগঞ্জে যমজ ২ বোনের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ 

দেশের বাজারে আরো বাড়ল স্বর্ণের দাম

ওসমান হাদি হত্যাচেষ্টা: শেরপুর সীমান্ত থেকে ফিলিপের ২ সহযোগী আটক

পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস