নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৯ শিক্ষার্থী
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে একইসাথে ৪৯জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। প্রতি বছরের মতো এবারেও বিপুল সংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় সকলেই আনন্দিত।
গতকাল রোববার ২০২৫-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৪৯জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে মেয়ে ৩৬ জন এবং ছেলে ১৩ জন। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে কলেজ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভর্তির সুযোগপ্রাপ্তরা শিক্ষার্থীরা ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, কুষ্টিয়া, নোয়াখালী, নওগাঁ, দিনাজপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। সেইসাথে ডেন্টাল ইউনিটেও কয়েকজন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। এরআগের বছর প্রতিষ্ঠান থেকে ৬২ জন শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন।
আরও পড়ুনকলেজ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২৯৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৭০ জন।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুশৃঙ্খল ও মনোরম পরিবেশ, কঠোর তদারকি এবং পাঠদানে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতায় প্রতিবছর এইচএসসি ও ভর্তি পরীক্ষাগুলোতে আশানুরূপ ফলাফল করছেন শিক্ষার্থীরা। তিনি আরো বলেন, শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।
মন্তব্য করুন

_medium_1765809346.jpg)


_medium_1765808704.jpg)




