বগুড়ার শিবগঞ্জে বেশি দামে বিক্রি হচ্ছে রাসায়নিক সার
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে চলতি মৌসুমে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার কিনছেন কৃষক। চলতি মৌসুমে উপজেলার ১২ ইউনিয়ন ১ পৌরসভায় ১৯ হাজার ৪শ’ হেক্টর জমিতে আলু সরিষাসহ বিভিন্ন সবজি ২ হাজার হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
শুধু আলু উৎপাদন করতে রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া সার ৫৭০০ মেট্রিক টন, টিএসপি সার ২২৭৩ মেট্রিক টন, ডিএপি সার ১২৭০ মেট্রিক টন এবং এম ওপি সার ৪২৭৫ মেট্রিক টন প্রয়োজন। উপজেলায় বিসিআই সি ১৫ জন এবং বিএডিসি ১৯ জন ডিলারের মাধ্যমে কৃষকের মাঝে সার ক্রয় বিক্রয় করা হয়।
কৃষকদের অভিযোগ ও বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনছে কৃষকরা। ৫০ কেজি ওজনে প্রতি বস্তা ইউরিয়া সারের সরকারি মূল্য ১৩৫০ টাকা বস্তা হলেও বিক্রি করা হচ্ছে ১৪৫০ টাকা বস্তা, টিএসপি সার প্রতি বস্তা ১৩৫০ টাকার স্থলে বিক্রি করা হচ্ছে ১৯০০ টাকা আবার কোথাও কোথাও ২৫০০ টাকাও বস্তা বিক্রি করা হচ্ছে।
আরও পড়ুনডিএপি সার ১৩৫০ টাকার স্থলে বিক্রি করা হচ্ছে ১৪৫০ টাকা এমওপি সার ১০০০ টাকা বস্তার স্থলে বিক্রি করা হচ্ছে, ১১০০ থেকে ১২০০ টাকা বস্তা। কয়েকজন কৃষক জানান আলু সরিষা ও সবজি উৎপাদনে জমির চাষের সময় টিএসপি সার বেশি প্রয়োগ করতে হয়। অথচ সেই স্যার বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে তাদেরকে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিআইসি’র জনৈক সার ডিলার জানান টিএসপি সার কৃষকদের চাহিদা মতো সরবাহ করা যাচ্ছে না।
যার ফলে বাজারে ওই সার বেশি দামে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান জানান এই উপজেলায় আলু, সরিষা ও সবজি চাষের জন্য রাসায়নিক সারের কোন সংকট নেই। তবে বেশি দামে সার বিক্রি হচ্ছে এমন অভিযোগ তাদের কাছে নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি।
মন্তব্য করুন


_medium_1765806453.jpg)




