ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর

হাঙ্গেরিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ

হাঙ্গেরিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: শিশু নির্যাতন কেলেঙ্কারির বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিরোধী দল টিআইএসজিএয়ের নেতা পিটার ম্যাগিয়ার বিক্ষোভের নেতৃত্ব দেন। রাষ্ট্র পরিচালিত কিশোর সংশোধনাগারগুলোতে শিশু নির্যাতনের অভিযোগের প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। 

হাজার হাজার বিক্ষোভকারী ‘শিশুদের রক্ষা করুন!’ লেখা একটি ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীরা খেলনা এবং মশালও বহন করেন।স্যান্ডর হরভাট নামে এক বিক্ষোভকারী টিসজাবেকস থেকে প্রায় ৩২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। তার বিশ্বাস, আগামী নির্বাচনে অরবানের সরকারের পরাজয় হবে।

আরও পড়ুন

তিনি বলেন, ‘অন্যান্য দেশে এই কেলেঙ্কারির কারণে পুরো সরকারই ভেঙে যেত। কিন্তু এখানে আমরা দেখতে পাই তারা ক্ষমতা আঁকড়ে আছে।’সেপ্টেম্বরে দেশটির রাজধানী বুদাপেস্টে একটি কিশোর আটক কেন্দ্রে শিশু নির্যাতনের নতুন অভিযোগ ওঠে। কেন্দ্রের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, সজোলো স্ট্রিট কিশোর আটক কেন্দ্রের পরিচালক এক ছেলের মাথায় লাথি মারছেন।

শুক্রবার বিরোধী নেতা ম্যাগয়ার ২০২১ সালের একটি অপ্রকাশিত সরকারি প্রতিবেদনও প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্র পরিচালিত কিশোর সংশোধনাগারগুলোতে এক-পঞ্চমাংশেরও বেশি শিশু নির্যাতনের শিকার হয়েছে। খবর আল জাজিরার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ

রাফিনহার জোড়া গোল, লা লিগায় বার্সেলোনা শীর্ষে

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি তারেক রহমানের পক্ষে বিএনপির শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইসির পরিপত্রে আরও যা যা জানা গেলো 

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা