ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৫১ দুপুর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ছবি: সংগৃহীত।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। রোববার সকালে থেকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।বিভিন্ন দল ও শ্রেণি পেশার মানুষ দলে দলে স্লোগান দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সচেষ্ট ভূমিকা পালন করছেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই এ দেশীয় নরঘাতক রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দেয়।

আরও পড়ুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।সকালে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পাশাপাশি বিউগলে করুণ সুর বেজে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইসির পরিপত্রে আরও যা যা জানা গেলো 

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনের ব্যালট সাদা, গণভোটের ব্যালট গোলাপী

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গ্রেফতার

একিটিকের জোড়া গোলে লিভারপুলের জয়