ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০২:২৩ রাত

একিটিকের জোড়া গোলে লিভারপুলের জয়

ছবি: সংগৃহীত, একিটিকের জোড়া গোলে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর লিভারপুল অবশেষে জয়ের পথ ফিরে পেয়েছে। অ্যানফিল্ডে ব্রাইটনের বিপক্ষে উগো একিটিকের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় আর্না স্লটের দল।

শনিবারের ম্যাচে দুই অর্ধে একটি করে গোল করেন ফরাসি ফরোয়ার্ড একিটিক। এই জয়ের পর ১৬ ম্যাচে লিভারপুলের জয় সংখ্যা আট, দুই ম্যাচ ড্র, এবং তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। লিগ টেবিলে তারা ষষ্ঠ স্থানে উঠে এসেছে। ব্রাইটন ২৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

ম্যাচে চমক ছিল মোহামেদ সালাহর। আগে বিবর্ণ পারফরম্যান্সের কারণে তিনি শুরুর একাদশ থেকে বাদ পড়েছিলেন এবং কোচের সঙ্গে দ্বন্দ্বে চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াড থেকেও ছিটকে গিয়েছিলেন। তবে কোচের সঙ্গে আলোচনার পর তিনি স্কোয়াডে ফিরেন এবং সতীর্থের চোটের কারণে ম্যাচের শুরুতেই মাঠে নামেন।

ম্যাচ শুরুর মাত্র ৪৬ সেকেন্ডে লিভারপুল এগিয়ে যায়, যখন ব্রাইটনের ভুল থেকে বল পেয়ে জো গোমেজের হেড পাসে জোরাল শটে গোল করেন একিটিক। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে গোমেজ চোট পেয়ে মাঠ ছাড়েন; তার বদলে সালাহ নামেন। বিরতির পর ব্রাইটন সমতায় ফেরার চেষ্টা করলেও দিয়েগো গোমেজের শট পোস্টে লেগে ফিরে আসে।

আরও পড়ুন

৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। সালাহর নেওয়া কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন একিটিক। এটি তার প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে গোল। জুলাইয়ে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে যোগ দেওয়া ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের লিগে গোলসংখ্যা এখন সাত।

শেষ দিকে সালাহর সামনে গোলের সুযোগ আসে, তবে তিনি তা কাজে লাগাতে পারেননি। তবু ম্যাচ শেষে তিনি সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় গ্যালারির সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় হাততালি দিয়ে ভালোবাসার জবাব দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একিটিকের জোড়া গোলে লিভারপুলের জয়

ধীরগতি কাটিয়ে ইন্টারনেট সুপারফাস্ট করার উপায়

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিলো ভারত

ইরানে ৬০ লাখ লিটার চোরাই ডিজেলসহ ট্যাঙ্কার জব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই