ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:২৬ রাত

দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ছবি: সংগৃহীত, দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, ইসি সচিব ও রিটার্নিং অফিসারসহ দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার নির্বাচন পরিচালনা শাখা থেকে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ও সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকায় এক সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হন এবং লক্ষ্মীপুর ও পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার প্রেক্ষিতেই নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেয় ইসি।

ইসির এক কর্মকর্তা জানান, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের পুলিশি এসকর্ট বাড়ানো, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা রিটার্নিং অফিসারদের জন্য গানম্যান নিয়োগ এবং অন্যান্য রিটার্নিং অফিসারদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের সব নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ভোটের সময় সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

ইসির চিঠিতে আরও বলা হয়েছে, আগারগাঁওয়ের ইসি সচিবালয়সহ ১০টি আঞ্চলিক, ৬৪টি জেলা ও ৫২২টি উপজেলা/থানা নির্বাচন অফিসে গুরুত্বপূর্ণ নথি ও সরঞ্জাম সংরক্ষিত রয়েছে। এসব অফিস ও কর্মকর্তাদের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বাসভবন ও অফিস যাতায়তে বাড়তি পুলিশি নিরাপত্তা ও এসকর্ট দেওয়ার কথাও জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধীরগতি কাটিয়ে ইন্টারনেট সুপারফাস্ট করার উপায়

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিলো ভারত

ইরানে ৬০ লাখ লিটার চোরাই ডিজেলসহ ট্যাঙ্কার জব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক