ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০২:০১ রাত

ইরানে ৬০ লাখ লিটার চোরাই ডিজেলসহ ট্যাঙ্কার জব্দ

ছবি: সংগৃহীত, ইরানে ৬০ লাখ লিটার চোরাই ডিজেলসহ ট্যাঙ্কার জব্দ

আন্তর্জাতিক ডেস্কইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ওমান সাগরের উপকূল থেকে ৬০ লাখ লিটার চোরাই ডিজেল বহনকারী একটি ট্যাঙ্কার জব্দ করেছে। শনিবার দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ট্যাঙ্কারটি ইরানের সার্বভৌম জলসীমায়, জাস্কের কাছে আটক করা হয়েছে। এটি জ্বালানি চোরাচালানকারী চক্র ও পাচারকারীদের বিরুদ্ধে চলমান গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে ধরা পড়েছে। বিচারিক অনুমোদন পাওয়ার পর এনফোর্সমেন্ট কর্মকর্তারা জাহাজটি পরিদর্শন করেন এবং সামুদ্রিক নিয়ম লঙ্ঘন ও কার্গো-সংক্রান্ত আইনি নথিপত্রের ঘাটতির কারণে জব্দ করা হয়।

প্রতি বিচারপতি জানান, ৬০ লাখ লিটার চোরাই ডিজেল এমন পরিমাণের, যা প্রায় ২০০টি ছোট জাহাজ বা দুই হাজার নিসান পিকআপ ট্রাকের ধারণক্ষমতার সমান। ট্যাঙ্কারের সঙ্গে সম্পর্কিত বৈধ নথিপত্র বা বিল অব লোডিং ছিল না, এবং নেভিগেশনসহ সব সহায়ক ব্যবস্থা বন্ধ করা ছিল। এছাড়া জাহাজ থামার নির্দেশ উপেক্ষা করে পালানোর চেষ্টা করেছিল, রাডার বন্ধ করেছিল এবং জব্দ করার সময় সরঞ্জাম ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল।

আরও পড়ুন

ট্যাঙ্কারের ক্যাপ্টেন ও ক্রুদের নজরদারিতে রাখা হয়েছে। ১৮ জন ক্রুর মধ্যে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের নাগরিক রয়েছেন, তবে দেশভিত্তিক সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হওয়ার পর যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি জাস্ক কাউন্টির পাবলিক অ্যান্ড রেভলিউশনারি প্রসিকিউটর অফিসে নথিভুক্ত করা হয়েছে এবং বিচার কার্যক্রম চলছে।

ইরানি বার্তা সংস্থা ইরনা ও ফার্সনিউজ জানায়, এই ঘটনার বিচারিক ফলাফল যথাসময়ে ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধীরগতি কাটিয়ে ইন্টারনেট সুপারফাস্ট করার উপায়

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিলো ভারত

ইরানে ৬০ লাখ লিটার চোরাই ডিজেলসহ ট্যাঙ্কার জব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক