ভিডিও শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:০৪ রাত

নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে শান্তা জাহান

শান্তা জাহান।

অভি মঈনুদ্দীনঃ এই প্রজন্মের অনেকের কাছেই অনুপ্রেরণার নাম শান্তা জাহান। দীর্ঘদিন ধরেই উপস্থাপনা করে যাচ্ছেন তিনি। কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে একটি শো’তে উপস্থাপনা করে এলেন। দেশে ফিরেও একের পর এক স্টেজ শো, টিভি শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন শান্তা জাহান।

এরইমধ্যে তিনি জানালেন নতুন ইংরেজি বছর ২০২৬-এ জীবনকে নতুন করে সাজাবেন তিনি। শান্তা জাহান বলেন,‘ সত্যি বলতে কী বহুবছর যাবত উপস্থাপনার সাথে আমি যুক্ত। প্রতিনিয়তই কোনো না কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছি, হয় সেটা স্টেজ শো নয় টিভি শো। দেশের বাইরেও স্টেজ শো করছি। তবে হ্যাঁ বিগত বেশ কয়েক বছর যাবত কোয়ালিটির দিকে মনোযোগও দিচ্ছি। যেকোনো অনুষ্ঠানেউ উপস্থাপনার জন্য ডাক আসলে যে করছি তাও নয়। বুঝে শুনে অনুষ্ঠানের গুরুত্ব বুঝেও উপস্থাপনা করছি। যে কারণে আগের মতো সব অনুষ্ঠানের উপস্থাপনাতেও আমাকে দেখা যায়না। অনেকেই আমার কাছে জানতে চান উপস্থাপনায় ভবিষ্যত কেমন, আমি তাদের বলি-নিজের মতো করে এখানে নিজের মেধা দিয়ে, পরিশ্রম করে জায়গা করে নিতে পারলে উপস্থাপনায় এখানে যে কেউ উজ্জ্বল ভবিষ্যত করে নিতে পারে। তবে আমি এখন উপস্থাপনার পাশাপাশি নতুন কিছু করার কথাও ভাবছি। অভিনয়তো টুকটাক করি বা করেছিও। বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছি। ভাবছি এর বাইরে নতুন কিছু করবো নতুন বছরে। সেটা নিয়েই পরিকল্পনা চলছে। আমার খুউব কাছের কিছু মানুষ জানেন আমি কী করবো, আপাতত নিজেকে গুছিয়ে নিচ্ছি। সময় হলেই সবাইকে জানান দেবা। বাকীটা আল্লাহ ভরসা।’

শান্তা জাহানকে সর্বশেষ তারিকুল ইসলামের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত টিভি চ্যানেলে তিনি নিয়মিত উপস্থাপনা করেন। আবার স্টেজ শোতেও নিয়মিত তিনি। তবে আনুপাতিক হারে কাজের ব্যস্ততা এখন আগের চেয়ে একটু কম। দিঠি ও ইউসুফের গাওয়া ‘একটি কথা হয়নি বলা’ গানে মডেল হয়েছেন তিনি। এই গানটিতে মডেল হয়েও বেশ সাড়া পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন

শান্তা জাহান আরো বলেন,‘ শান্তা জাহান বলেন,‘ মূলত উপস্থাপনাই আমার মূল পেশা। তবে কিছু ভালো ভালো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। বেশ ভালো সাড়াও পেয়েছি। অভিনয় করেছি নাটকেও। নাটকে অভিনয় করেও অভূতপূর্ব সাড়া পেয়েছি। এরইমধ্যে যে আর নাটকে কাজ করার প্রস্তাব পাইনি এমনটি নয়। পেয়েছি, কিন্তু মনের মতো কোনো গল্প যেমন পাইনি, পাইনি চমৎকার চরিত্র। আবার বহু আগেই আমি বলেছিলাম যে ভালো গল্পের সিনেমাতে অভিনয় করতে চাই। যদি সবমিলিয়ে ভালো না হয় , ব্যাটে বলে না মিলে তাহলে সিনেমাত্রে অভিনয় করবো না। অর্থাৎ যাই করিনা কেন আমি আমার ইমেজ অক্ষুন্ন রেখেই পারফেক্ট কজটি করতে চাই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে শান্তা জাহান

রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

বগুড়ার শাজাহানপুরের নগর আমরুল প্রভাতী সংঘ হা-ডু-ডুতে বাংড়া স্পোর্টস ক্লাবের জয়

সোনার দাম ভরিতে বাড়ল ৩ হাজার ৪৫৩ টাকা

খুলনায় অস্ত্র তৈরির গোপন কারখানা, আটক ৩

শান্তি বেশি দূরে নয়, পুতিনের সঙ্গে বৈঠকের পর এরদোয়ান