বগুড়ার শাজাহানপুরের নগর আমরুল প্রভাতী সংঘ হা-ডু-ডুতে বাংড়া স্পোর্টস ক্লাবের জয়
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে নগর আমরুল প্রভাতী সংঘ আয়োজিত হা-ডু-ডু টুর্নামেণ্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলা আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে নগর জোয়ারদার পাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে বগুড়ার শেরপুর উপজেলার তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠন কে ২-১ সেটে হারিয়ে একই উপজেলার বাংড়া স্পোর্টস ক্লাব জয়ী হয়েছে।
বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, প্রভাতী সংঘের সভাপতি আমিনুর রহমান জোয়ারদার, আবু নুর হাসান মানিক, আলহাজ্ব তমেজ উদ্দিন, পত্নীতলা উপজেলা শিক্ষা অফিসার ওবাইদুর রহমান, প্রমুখ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
আরও পড়ুনমন্তব্য করুন





-693d6efef2cec_medium_1765638526.jpg)


