বগুড়া শহরের বৃন্দাবন পাড়ায় গাছ কাটার অভিযোগ
স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের বৃন্দাবন পাড়া রেস্ট হাউসের কাছে ২৬ শতক জমির উপর লাগানো গাছ কাটা হয়েছে। গাছ কাটার অভিযোগে গতকাল শুক্রবার বগুড়া সদর থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারি বগুড়া শহরের কাটনারপাড়ার মৃত রজব আলীর ছেলে মো. ওবাইদুল ইসলাম (৪৫), জানান, অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন তার মামাতো ভাই সবুজ খন্দকারের ভোগ দখলকৃত জমির এসএস পাইপের নির্মিত মূল গেইট ভাঙ্গিয়া সম্পত্তির মধ্যে প্রবেশ করিয়া প্রায় ২০ টি গাছ কেটে ফেলেছে। সেই সাথে ওই জায়গার গেট ও বাউন্ডারি ভেঙ্গে মালামাল নিয়ে যায়। এতে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন



-693d6efef2cec_medium_1765638526.jpg)




