ভিডিও শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:২০ রাত

লালমনিরহাটে একের পর এক পুলিশের ওপর হামলা

লালমনিরহাটে একের পর এক পুলিশের ওপর হামলা। প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় আসামি ধরতে গিয়ে পৃথক পৃথক ঘটনায় হামলার শিকার হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে হামলার ঘটনা ঘটলেও আজ শনিবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত এনিয়ে থানায় মামলা হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করতে পারছেন না কেউ।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বারোদুনিয়া এলাকায় আসামি ধরতে গেলে আসামি পক্ষের লোকজন হামলা চালায়, সেইসাথে ডাকাত-ডাকাত বলে চিৎকার করতে থাকে। এসময় তাদের হামলায় তিনিসহ দু’জন আহত হন। পরে স্থানীয় হাসপাতালে তারা চিকিৎসা গ্রহণ করেন।

অপরদিকে, উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, এর আগের দিন রাতে উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝারা এলাকায় আসামি ধরতে গেলে আসামি পক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তিনিসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন তারা।

এছাড়াও, গত নভেম্বরের শেষ সপ্তাহে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হন ওই থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান। তবে প্রত্যেকটি ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে কিনা তা জানাতে পুলিশ অপরাগতা প্রকাশ করেছে। এনিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কৌশলগত কারণে আপাতত এসব বিষয় নিয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন

এদিকে, একের পর এক পুলিশের ওপর হামলায় ঘটনায় থানায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য জানান, সন্ধ্যায় ওসি মেসেজ দেন আসামি ধরে থানায় আসতে হবে। কিন্তু আসামি ধরতে গিয়ে একের পর এক হামলার শিকার হলেও আইনি ব্যবস্থা নিতে গড়িমসি করছেন পুলিশ কর্তৃপক্ষ।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধায় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানউল্লাহ হামলার ঘটনাগুলোর সত্যতা স্বীকার করলেও এসব নিয়ে আইনি ব্যবস্থার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হাতীবান্ধা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কি কারণে এখন পর্যন্ত আইনি ব্যবস্থা নেননি তিনি, সে বিষয়টি খতিয়ে দেখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে একের পর এক পুলিশের ওপর হামলা

বাংলাদেশি ক্রুসহ অবৈধ জ্বালানি ট্যাংকার আটক করেছে ইরান

গাজায় মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের প্রস্তাব গৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীকে জরিমানা

বগুড়া মুক্ত দিবস : তারিখ নিয়ে মতভেদ থাকলেও আজ উল্লেখযোগ্য এলাকা হানাদারমুক্ত হয়

মোংলায় ইজিবাইকের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু