ভিডিও শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৯ রাত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীকে জরিমানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এ অভিযান পরিচালনা করেন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

জানা গেছে, নাজমুল মোস্তফা আমিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়িবহর নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। এ ঘটনায় লোহাগাড়ার বটতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের জন্য কোনো ধরনের শোভাযাত্রা, বড় গাড়িবহর বা জনদৃষ্টি আকর্ষণকারী প্রদর্শনী নিষিদ্ধ। তা অমান্য করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো প্রার্থী বা তার সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীকে জরিমানা

বগুড়া মুক্ত দিবস : তারিখ নিয়ে মতভেদ থাকলেও আজ উল্লেখযোগ্য এলাকা হানাদারমুক্ত হয়

মোংলায় ইজিবাইকের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

যশোরে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

সাড়ে ৩ কোটি রুপিতে মক নিলামে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ