গোপালগঞ্জে কোর্টের সামনে ২ ‘হাতবোমা’ বিস্ফোরণ
গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে শুক্রবার রাত ৯টার দিকে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে। পুলিশ জানিয়েছে, আদালতের সামনের সড়কে পরপর বিস্ফোরণ ঘটে, যার ফলে এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। সৌভাগ্যক্রমে কোনো মানুষ আহত বা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়নি।
বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করেছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন জানান, বিস্ফোরণ ঘটে গানপাউডারের কারণে, যেখানে স্প্রিন্টার ছিল না। ঘটনার পর সেনাবাহিনীর সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক







