সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খিরার বাম্পার ফলন, বাজারে ভাল দাম
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুকূল আবহাওয়া, রোগবালাই তুলনামূলক কম হওয়া এবং কৃষকদের সঠিক পরিচর্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি মৌসুমে খিরার বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো চাহিদা ও দাম থাকায় কৃষকদের মুখে সাফল্যের হাসি দেখা দিয়েছে।
স্থানীয় কৃষক ইন্তাজ আলী বলেন, প্রতি বিঘায় খিরা ৬০ থেকে ৭০ মণ পর্যন্ত উৎপাদন হয়েছে যা প্রত্যাশার চেয়ে বেশি। বর্তমানে বাজারে দেশি খিরা ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে উৎপাদন খরচ বাদেও কৃষকেরা আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি লাভ করছেন।
উল্লাপাড়ার কয়ড়া ও মোহনপুর ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম ও আশরাফুল ইসলাম জানান, অল্প সময়ে তুলনামূলক কম শ্রম ও খরচে খিরার ফলন ভালো হয়। তাই স্থানীয় কৃষকদের মধ্যে অন্যান্য ফসলের তুলনায় জনপ্রিয় হয়ে উঠছে খিরা।
আরও পড়ুনউপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, খিরা উৎপাদনে কৃষকদের সফলতা ধরে রাখতে নিয়মিত মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সার, বীজ সরবরাহ এবং প্রশিক্ষণ অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এ বছর রবি মৌসুমে খিরা ও শসার লক্ষ্যমাত্রা ছিল ৩৬০ হেক্টর।
কিন্তু কৃষকদের আগ্রহ ও সহযোগিতায় ৩৬৫ হেক্টর আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। বাম্পার ফলন ও বাজারে ভালো দাম মিলিয়ে উল্লাপাড়ার কৃষকেরা এখন দারুণ উৎসাহিত। কৃষক থেকে ব্যবসায়ী সবাই খিরা চাষকে লাভজনক হিসেবে দেখছেন। অনেক কৃষকই আগামী বছর আরও বেশি জমিতে খিরার আবাদ করবেন বলে জানিয়েছেন।
মন্তব্য করুন







