গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে ঢুকে টাকাসহ স্বর্ণালঙ্কার লুট
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গোবিন্দগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ৪২ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টায় উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা (জুমার ঘর) নামক এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন আব্দুল মতিন সরকারের বাড়িতে ঘটনাটি ঘটে।
জানা যায়, একদল মুখোশধারী দুর্বৃত্ত বাড়ির মূল দরজার তালা ভেঙে বাড়িতে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে বাড়ির পিছনের জানালার গ্রিল কেটে প্রবেশ করে। পরে বাড়ির মালিক আব্দুল মতিনের শয়ন ঘরের দরজা কেটে ভিতর থেকে দরজার ছিটকিনি খুলে কক্ষে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তার হাত-পা বেঁধে ফেলে। এসময় ঘুম ভাঙলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে ৪২ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
বিষয়টি বুঝতে পারলে পাশের কক্ষে থাকা আব্দুল মতিনের স্ত্রীসহ সন্তানরা এগিয়ে আসলে তাদের প্রাণনাশের ভয় দেখিয়ে অন্য একটি কক্ষে আটকে রাখে। এসময় সবার মোবাইল ফোন ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে বাইরে ফেলে রেখে পালিয়ে যায়।
আরও পড়ুনব্যবসায়ী আব্দুল মতিন সরকার জানান, দুর্বৃত্তরা মাস্ক পড়েছিল। এসময় বড় ছেলেকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে তারা। এঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নিলে তার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হবে বলে হুমকি দিয়ে গেছে বলে জানান তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুটের ঘটনায় তদন্ত করা হচ্ছে-এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
মন্তব্য করুন







