ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালত আরএবি ভাটায় ২ লাখ টাকা জরিমানা আদায় ও ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় আরএবি ব্রিকস নামক অবৈধ ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিন্ত্রন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী, ২ লাখ টাকা জরিমানা আদায় করেন এবং ভাটাটি ভেঙে ফেলা হয়।
আরও পড়ুনঅভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাঈম আশরাফ এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক মো: তামিম হাসান। এছাড়া উক্ত অভিযানে আনসার, পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন







