ভিডিও শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৭ বিকাল

বগুড়ার সোনাতলায় লেদ মেশিন শ্রমিককে মারপিট

বগুড়ার সোনাতলায় লেদ মেশিন শ্রমিককে মারপিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রামের লেদ শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের শাহ আলম মন্ডলের ছেলে ও মেসার্স দোয়েল এন্টারপ্রাইজের লেদ মেশিন শ্রমিক জীবন মিয়া (২৪) সকালের খাবার খেয়ে বাড়ি থেকে সোনাতলা বন্দরে তার কর্মস্থলে যাওয়ার পথে একই এলাকার তোজাম মন্ডলের ছেলে সবুজ মন্ডল তাকে একা পেয়ে বেদম মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। স্থানীয়রা জানান, ৪-৫ বছর আগে জীবন মিয়া তার প্রতিপক্ষের নিকট থেকে জমি এগ্রিমেন্ট নেয়। সেই এগ্রিমেন্ট নেয়া জমির টাকা ফেরৎ চাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে।

আরও পড়ুন

এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে সোনাতলা থানার ওসি কবির হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় লেদ মেশিন শ্রমিককে মারপিট

হাদিকে গুলির নিন্দা তারেক রহমানের, দুষ্কৃতকারীদের শনাক্তে সহযোগিতার আহ্বান

হাদির ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

হাদীকে গুলি অশনিসংকেত: আসিফ মাহমুদ

আরএফএল গ্রুপে নিয়োগ, কর্মস্থল ঢাকা

ওসমান হাদিকে দেখতে এসে সবার কাছে দোয়া চাইলেন শিবির সভাপতি