ঐশ্বরিয়া আমার সত্য জানে, আমি তার: অভিষেক
বিনোদন ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে চর্চা যেন ডালভাত। সামান্য ফিসফাস বা একসঙ্গে জনসমক্ষে না এলেই শুরু হয়ে যায় জল্পনা। এরকম রটনার শিকার বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন।
এই তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের খবর বেশ কয়েকবার ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিষেক। সম্প্রতি পিপিং মুনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যা রটেছে তা ‘সম্পূর্ণ মিথ্যা’।
অভিষেক বলেন, আপনি যখন তারকা, মানুষ তখন আপনার সবকিছু নিয়েই অনুমান করতে চাইবে। আমরা বিয়ে করার আগে থেকেই এটা চলছে। প্রথমে তারা ঠিক করছিল কবে আমাদের বিয়ে হবে। আর এবার বিয়ে হয়ে যাওয়ার পর, তারা এখন আমাদের ডিভোর্স নিয়ে আলোচনা করছে। এসবই বাজে কথা।
এসব গুঞ্জনে তার ব্যক্তিজীবনে কোনো প্রভাব পড়ে না জানিয়ে জুনিয়র বচ্চন বলেন, সে (ঐশ্বরিয়া) আমার সত্য জানে। আমি তার সত্য জানি। আমরা একটি সুখী এবং স্বাস্থ্যকর পরিবারে ফিরে যাই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই শেষ কথা।
আরও পড়ুনএই ভুয়া খবরগুলো তাদের মেয়ে আরাধ্যার ওপর কোনো প্রভাব ফেলে কি না, এমন প্রশ্নের অভিষেক জানান, আরাধ্যার কোনো ফোন নেই। পাশাপাশি ঐশ্বরিয়া তাকে শেখান যে, ইন্টারনেটে যা কিছু লেখা হয়, তার সবটাই বিশ্বাস করতে নেই।
গুজব তার মনোজগতে প্রভাব ফেলে না জানিয়ে অভিষেক বলেন, যদি এর মধ্যে কোনো সত্যতা থাকত, তবেই তা আমাকে প্রভাবিত করত। কিন্তু এটা করে না।
প্রসঙ্গত, আগামীতে অভিষেক বচ্চনকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে। এতে আরও অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, সুহানা খান প্রমুখ।
মন্তব্য করুন



_medium_1765445220.jpg)

_medium_1765439666.jpg)



