ভিডিও শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৩ রাত

আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত,

দেশের বাজারে আবারও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। দুই দফা কমার পর এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দর শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে কার্যকর হচ্ছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী:

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি বাড়তে বা কমতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ গত ২ ডিসেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার সেই দাম আবার বাড়ানো হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও বাড়ল স্বর্ণের দাম

রুদ্ধশ্বাস অভিযানের বর্ণনা দিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা

১২ ফেব্রুয়ারি আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা, আরো যা যা জানা গেল

`ছাত্র উপদেষ্টারা আমাদের সাথে প্রতারণা করেছে'

নির্বাচনের তফসিল ঘোষণার পর কী ভাবছেন জনসাধারণ ?