রুদ্ধশ্বাস অভিযানের বর্ণনা দিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩১ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এটি ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান। মাত্র ৬–৮ ইঞ্চি ব্যাসের পাইপে শিশুটি পড়ে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আবেগতাড়িত হয়ে উদ্ধারচেষ্টা চালান, এতে পাইপের ভেতর প্রচুর মাটি ও খড়কুটো পড়ে যায়। এই মাটি-খড়কুটো শিশুটিকে আরও গভীরে চাপা দেয় এবং পরবর্তী উদ্ধার কার্যক্রমকে কঠিন করে তোলে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ক্যামেরা নামানোর পর প্রথমে শিশুটির কোনো অস্তিত্ব দেখা যায়নি—দেখা গেছে শুধু মাটি ও খড়কুটো। তবুও বেঁচে থাকার সম্ভাবনা ধরে নিয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ চালানো হয়। গর্তের কম্পন শূন্য রাখতে তিনটি এক্সকেভেটর, যান্ত্রিক পদ্ধতি এবং ম্যানুয়াল খনন মিলিয়ে ‘ইমপ্রোভাইজড’ কৌশলে পুরো অভিযান পরিচালনা করা হয়।
৪০ ফুট মাটি খননের পর অবশেষে রাত ৯টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস পরিচালক এ সময় শিশুটির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, শিশুটিকে হাতে পাওয়ার মুহূর্তে তারাও আবেগে ভেঙে পড়েছিলেন।
আরও পড়ুনতিনি আরো বলেন, এ ধরনের দুর্ঘটনা রোধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ শেষে অরক্ষিত গর্ত রাখার প্রবণতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর আগেও এভাবে দুর্ঘটনা ঘটেছে—এবারও একই অসচেতনতা এক শিশুর প্রাণ কেড়ে নিল।
ঘটনাস্থলে তানোর উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার, সেনাবাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও শত শত মানুষ উদ্ধার কার্যক্রমে সহযোগিতা ও উপস্থিত ছিলেন।
গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ খেলতে খেলতে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায়। দীর্ঘ ৩২ ঘণ্টার চেষ্টার পর তাকে উদ্ধার করা সম্ভব হলেও শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে আনা গেল না। নিহত সাজিদ ওই এলাকার রাকিব উদ্দীনের ছেলে। তার মৃত্যুতে তানোরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1765470511.jpg)
_medium_1765469556.jpg)
_medium_1765467682.jpg)
_medium_1765467265.jpg)
_medium_1765460434.jpg)