ভিডিও বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৬ রাত

পাবনার সুজানগরে কৃষিপণ্য পরিবহণে জনপ্রিয় ঘোড়ার গাড়ি 

পাবনার সুজানগরে কৃষিপণ্য পরিবহণে জনপ্রিয় ঘোড়ার গাড়ি 

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরে ইদানিং কৃষিপণ্য পরিবহণে জনপ্রিয় হয়ে উঠছে ঘোড়ার গাড়ি। উপজেলার অধিকাংশ গ্রাম-গঞ্জে কৃষিপণ্য পরিবহণ করতে ঘোড়ার গাড়ির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে।

উপজেলার মানিকহাট সাবেক ইউপি সদস্য আব্দুল হাই খান বলেন, এক সময়ে ঘোড়ার গাড়ি ছিল এ জনপদের মানুষের অতি প্রয়োজনীয় বাহন। সকালে ঘুম থেকে উঠলেই পথে-প্রান্তরে এবং রাস্তা-ঘাটে চোখ পড়ত অগণিত ঘোড়ার গাড়ি। সে সময় সকল শ্রেণি পেশার মানুষ ঘোড়ার গাড়িযোগে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের পাশাপাশি বিভিন্ন মালামাল ও কৃষিপণ্য বহন করতেন। কিন্তু কালের পরিক্রমায় যন্ত্রচালিত যানবাহন আবিষ্কারের ফলে ঘোড়ার গাড়ি প্রায় বিলুপ্ত হয়ে যায়।

আরও পড়ুন

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, ইদানিং কৃষিপণ্য ও মালামাল পরিবহণে আগের মতো আবার ঘোড়ার গাড়ির ব্যবহার বাড়ছে। বিশেষ করে ইঞ্জিন চালিত যানবাহনের চেয়ে ঘোড়ার গাড়িতে কৃষিপণ্য বহনে টাকা সাশ্রয় হওয়ায় কৃষকরা ঘোড়ার গাড়ি ব্যবহার করছেন। তাছাড়া গ্রাম-গঞ্জের রাস্তা-ঘাটে কৃষিপণ্য বহনে ইঞ্জিন চালিত যানবাহনের চেয়ে ঘোড়ার গাড়িরই সুবিধা বলে জানান, উপজেলার বোনকোলা গ্রামের কৃষক তায়জাল হোসেন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে কৃষিপণ্য পরিবহণে জনপ্রিয় ঘোড়ার গাড়ি 

নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নানা সংকটের মধ্যদিয়ে চলছে  লালমনিরহাট রেলওয়ে বিভাগ

নাটোর বিসিক শিল্পনগরীতে অব্যবস্থাপনা, বিদ্যুৎ-গ্যাস সংকটে বন্ধ তিন কারখানা 

বগুড়ায় ব্যাংক চালান জালিয়াতি আইনজীবীর মহরারসহ দুইজন কারাগারে