পাবনার সুজানগরে কৃষিপণ্য পরিবহণে জনপ্রিয় ঘোড়ার গাড়ি
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরে ইদানিং কৃষিপণ্য পরিবহণে জনপ্রিয় হয়ে উঠছে ঘোড়ার গাড়ি। উপজেলার অধিকাংশ গ্রাম-গঞ্জে কৃষিপণ্য পরিবহণ করতে ঘোড়ার গাড়ির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে।
উপজেলার মানিকহাট সাবেক ইউপি সদস্য আব্দুল হাই খান বলেন, এক সময়ে ঘোড়ার গাড়ি ছিল এ জনপদের মানুষের অতি প্রয়োজনীয় বাহন। সকালে ঘুম থেকে উঠলেই পথে-প্রান্তরে এবং রাস্তা-ঘাটে চোখ পড়ত অগণিত ঘোড়ার গাড়ি। সে সময় সকল শ্রেণি পেশার মানুষ ঘোড়ার গাড়িযোগে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের পাশাপাশি বিভিন্ন মালামাল ও কৃষিপণ্য বহন করতেন। কিন্তু কালের পরিক্রমায় যন্ত্রচালিত যানবাহন আবিষ্কারের ফলে ঘোড়ার গাড়ি প্রায় বিলুপ্ত হয়ে যায়।
আরও পড়ুনস্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, ইদানিং কৃষিপণ্য ও মালামাল পরিবহণে আগের মতো আবার ঘোড়ার গাড়ির ব্যবহার বাড়ছে। বিশেষ করে ইঞ্জিন চালিত যানবাহনের চেয়ে ঘোড়ার গাড়িতে কৃষিপণ্য বহনে টাকা সাশ্রয় হওয়ায় কৃষকরা ঘোড়ার গাড়ি ব্যবহার করছেন। তাছাড়া গ্রাম-গঞ্জের রাস্তা-ঘাটে কৃষিপণ্য বহনে ইঞ্জিন চালিত যানবাহনের চেয়ে ঘোড়ার গাড়িরই সুবিধা বলে জানান, উপজেলার বোনকোলা গ্রামের কৃষক তায়জাল হোসেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1765465231.jpg)
_medium_1765464687.jpg)
_medium_1765463460.jpg)
_medium_1765461260.jpg)
_medium_1765460496.jpg)
_medium_1765459913.jpg)
_medium_1765467265.jpg)

