বগুড়ার শজিমেক হাসপাতালে বিভিন্ন কার্যক্রম ও স্থাপনার উদ্বোধন
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ২০ শয্যাবিশিষ্ট আইসিইউ, বহিঃবিভাগে ই-টিকিটিং সিস্টেম, প্যাথলজি বিভাগে অটোমেশন সিস্টেম, চিকিৎসকদের জন্য সিপিআর ট্রেনিং এবং ক্যাফেটেরিয়ায় ডক্টস লাউঞ্জ স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শজিমেক’র সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর। আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.মহসীন, শজিমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুর হক তরফদার, বিএমএ বগুড়ার আহবায়ক ডা. আজফারুল হাবিব রোজ, সদস্য সচিব ডা. এমএ ওয়াহেদ এবং সাবেক সভাপতি ডা. শাহ মো. শাহজাহান আলী, এ্যানেসথেসিয়া ও আইসিইউ’র বিভাগীয় প্রধান ডা. আবু জাহের মো. ফিরোজ, উপপরিচালক ডা. মনজুর-এ মুর্শেদ, সহকারী পরিচালক ডা. নাজমুল হাসানসহ সকল বিভাগীয় প্রধান ও অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিচালক তার বক্তব্যে বলেন, রোগীদের সুবিধার কথা চিন্তা করে বর্তমানের সক্ষমতার সাথে গাইনি ওয়ার্ডে নতুন ৩টি বেড যুক্তকরণ এবং কার্ডিওলজি বিভাগে নতুন আরও ১২টি বেড এবং ২০টি নতুন কেবিন চালু করা হয়েছে। তিনি বর্তমান সেবার সাথে সাথে দ্রুত সময়ে ক্যাজুয়ালিটি ওয়ার্ড পুনঃচালুকরণ, ডায়ালাইসিস ইউনিটের ৩য় শিফট এবং রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের অটোমেশন পদ্ধতি চালুকরণের পরিকল্পনার কথা জানান এবং এই সেবাগুলো সার্বক্ষণিক চালু থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1765459913.jpg)
_medium_1765459005.jpg)




_medium_1765460496.jpg)

_medium_1765436345.jpg)