ভিডিও বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল

চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির বর্ষপূর্তি

চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির বর্ষপূর্তি

খবরের ভিতর লুকিয়ে থাকা পূর্ণসত্য সংবাদ খুঁজে বের করাই সাংবাদিকদের প্রধান কাজ। প্ররোচিত হয়ে অর্ধসত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের ইমেজ সংকট তৈরী হয়। এতে করে যে বিশৃঙ্খলা ও নেতিবাচক প্রভাব বিস্তার লাভ করে তা সমাজ রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। তাই সাংবাদিকদেরকে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতিকে সঠিক পথ দেখানো উচিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ডাঃ শাহাদাৎ হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির একবছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, সাংবাদিক ওসমান গণি মুনসুর, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরোমের সভাপতি আবুল মুনছুর, কালেরকন্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সিএমএউজের সেক্রেটারী সালেহ নোমান, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, এটিএন বাংলার ব্যুরো প্রধান আবুল হাসনাত, দিনকালের ব্যুরো প্রধান হাছান মুকুল, বাসসের সিনিয়র রিপোর্টার মিয়া মোহাম্মদ আরিফ।

এ সময় চসিক মেয়র বলেন, “সম্প্রতি নৌ পরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে এসেছিলেন। সেখানে কয়েকটি অনলাইন পত্রিকার সাংবাদিক ছিল। তারা নিউজ করেছে, মেয়র যারাই ছিলো, তারা সবাই ভক্ষক হয়েছে। তখন এটা আমার গায়েও পড়েছে। আমি ওনাকে (উপদেষ্টা) ফোন করে বললাম আপনি কি এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন। তাহলে আমি কিন্তু প্রেস কনফারেন্স করব। কালকে থেকে এবং আপনি যতক্ষণ না বিষয়টি নিয়ে সুস্পষ্ট করবেন ততক্ষণ আমি আপনাকে চট্টগ্রামে শহরে আসতে দিব না।“

আরও পড়ুন

এসময় মেয়র আরও বলেন, “চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজি হয় বলে উপদেষ্টা উল্লেখ করেছেন। আমি বিষয়টি ওনাকে ক্লিয়ার করতে বলেছি। চাঁদাবাজদের পরিচয় উল্লেখ করতে বলেছি। প্রতিদিন যদি ২কোটি টাকা চাঁদাবাজি হয়, মাসে ৬০কোটি, বছরে ৭২০ কোটি টাকা চাঁদাবাজি হয় কিন্তু বন্দর কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স দেয় না। অথচ নগররের সকল সেবা বন্দর গ্রহণ করছে।“

মেয়র বলেন, সাংবাদিকদের দায়িত্ব এসব অসঙ্গতি তুলে ধরা। দেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য ইতিবাচক সংবাদ যেমন প্রয়োজন, তেমনি কোথাও অসংগতি অনিয়ম হলে সেটা তুলে ধরাও গণমাধ্যমের দায়িত্ব। দলীয় লেজুড়বৃত্তি করা সাংবাদিকের কাজ নয়। অতীতে সরকার অনেক টেলিভিশন পত্রিকা বন্ধ করে দিয়েও তাদের অপকর্ম থেকে বাঁচতে পারেনি। সৎ সাংবাদিকরা ঝুঁকি নিয়ে হলেও সত্য প্রকাশের চেষ্টা চালিয়ে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির বর্ষপূর্তি

বগুড়ায় ছেলের হাতে বাবা ছুরিকাহত

আইপিএলে ২ বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক!

নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে : ডিএমপি কমিশনার

বিপিএলে খেলতে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হায়দার আলী

নীলফামারীর ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা