বগুড়ায় ছেলের হাতে বাবা ছুরিকাহত
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা জাহিদুল ইসলাম (৪৫) গুরুতরভাবে আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ধরে ছেলে আকাশ তার বাবা জাহিদুলকে পেটে ও উরুতে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়।
বিষয়টি নিশ্চিত করে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: কামরুজ্জামান বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ছেলে পালিয়েছে। পারিবারিক বিষয় নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছেলে তার বাবাকে ছুরিকাঘাত করে বলে জানা গেছে।
আরও পড়ুনএ বিষয়ে বগুড়া সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন








